Siliguri News: ইন্ডিয়ান আর টিবেটিয়ান ফ্লেভারের জমাটি ফিউশন, খেয়ে দেখুন 'ককটেল মোমো', র‌ইল হদিশ

Last Updated:

পুজোর সময় প্রিয়জনকে সঙ্গে নিয়ে ককটেল মোমোর স্বাদ উপভোগ করতে আসতেই হবে এই ঠিকানায়।

+
নতুন

নতুন স্বাদের ককটেল মোমো 

শিলিগুড়ি: শিলিগুড়ি মানেই মোমোর শহর। পাহাড়তলির এই শহরের মোমো সকলেরই খুব প্রিয়। শহরাঞ্চলে তিব্বতি এই মোমো দাপিয়ে খাচ্ছে সকলে। মোমোর নানা ভ্যারাইটির কথাও সকলেরই জানা। চিকেন মোমো, ফ্রাই মোমো, পনির মোমো সবটাই হলো কিন্তু এ এক অন্য স্বাদের মোমো। ককটেল মোমো খেয়েছেন কখনও? শিলিগুড়ির এক রেস্তোরাঁয় পাওয়া যাচ্ছে নতুন স্বাদের ককটেল মোমো। একবার খেলে বারবার খেতে চাইবেন। তাই জিভে জল আনা এই ককটেল মোমো উপভোগ করতে আসতেই হবে  দা ক্যাফে হাউস।
শিলিগুড়ি কলেজ পাড়ার একেবারে কাছেই এই রেস্তোরাঁয় ককটেল মোমো খেতে ভিড় করছেন শহরবাসী। খাদ্য রসিকদের জন্য শিলিগুড়ি শহরে নতুন স্বাদের ককটেল মোমো নিয়ে হাজির এই রেস্তোরাঁ । স্বাদের দিক থেকে যে কোনও রকমের কোনও খামতি হবে না সে বিষয়ে নিশ্চিত দোকানের কর্ণধার বিশ্বজিৎ সেনগুপ্ত । আর তাই নতুন মোমোর স্বাদ নিতে তাদের রেস্তোরাঁয় হাজির হন বহু মানুষ। চিকেন এবং ভেজ দুটো স্বাদের ককটেল মোমো পাওয়া যায় এখানে। যার দাম যথাক্রমে ১১০ টাকা এবং ১৩০ টাকা। মূলত মোমো কে ডিপ ফ্রাই করে তাদের তৈরি স্পেশাল ককটেল সস এর মধ্যে চুবিয়ে এই ককটেল মোমো পরিবেশন করা হয়।
advertisement
advertisement
দোকানের কর্ণধার বিশ্বজিৎ সেনগুপ্ত বলেন, ” শিলিগুড়ির মানুষ বরাবরই মোমো পছন্দ করেন। বিভিন্ন জায়গায় নানান স্বাদের মোমো পাওয়া যায়। তাই শহরবাসীকে একটু ভিন্ন স্বাদ উপভোগ করাতে এই ককটেল মোমো নিজেরাই তৈরি করেছি। লোকে ভীষণ পছন্দও করছে। দিনে ২০ থেকে ৩০ প্লেট ককটেল মোমো বিক্রি হয়ে থাকে।”
advertisement
দোকানে ককটেল মোমো খেতে আসা আশ্রিতা বলেন,” আমি এখানে মাঝে মাঝেই ককটেল মোমো খেতে আসি। অদ্ভুত খেতে এই মোমো। একদিনে যেমন ইন্ডিয়ান ছাপ রয়েছে অন্যদিকে টিবেটিয়ান ফ্লেভারটাও বোঝা বোঝা যায়। একবার এই মোমো খেলে আপনি বারবার খেতে চাইবেন।” তাই পুজোর সময় প্রিয়জনকে সঙ্গে নিয়ে ককটেল মোমোর স্বাদ উপভোগ করতে আসতেই হবে এই ঠিকানায়।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: ইন্ডিয়ান আর টিবেটিয়ান ফ্লেভারের জমাটি ফিউশন, খেয়ে দেখুন 'ককটেল মোমো', র‌ইল হদিশ
Next Article
advertisement
Khaleda Jia Health Update: অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংকটজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে. পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ অনেকে সুস্থতা কামনা করেছেন. বিএনপি দেশজুড়ে প্রার্থনার আয়োজন করেছে.

VIEW MORE
advertisement
advertisement