হচ্ছেটা কী? দেশের পদকজয়ী অ্যাথলিটদের সঙ্গে যা হয়েছে তারপর মৌন প্রতিবাদ এই জায়গায়
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Siliguri News: দিল্লিতে আন্দোলনরত কুস্তিগিরদের হেনস্থার বিরুদ্ধে ক্রীড়া প্রেমীদের মৌন প্রতিবাদ
শিলিগুড়ি : দিল্লিতে আন্দোলনরত কুস্তিগিরদের গ্রেফতারের প্রতিবাদে শিলিগুড়িতে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ জানালো স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন । ২৪ ঘণ্টা আগে দিল্লির রাস্তায় যে ঘটনা ঘটেছিল তাতে বাকরুদ্ধ হয়েছিল গোটা দেশ৷ ঠিক একই ছবি দেখা দিল শিলিগুড়িতে। দিল্লিতে দীর্ঘদিন ধরে যৌননিপীড়নের বিরুদ্ধে আন্দোলন করছে কুস্তিগিররা। গতকাল তাঁদের বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের গ্রেফতারের প্রতিবাদে ও পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে সোমবার দুপুরে শিলিগুড়ির গান্ধী মূর্তির সামনে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ জানালো স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন।
গতকালের ঘটনার তীব্র প্রতিবাদ জানায় তারা। প্রসঙ্গত, নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনেই আন্দোলনকারী কুস্তিগিরদের কর্মসূচি ঘিরে যন্তরমন্তরে তুলকালাম বেঁধে যায়। ভিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়া-সহ বেশ কয়েক জন আন্তর্জাতিক পদকজয়ী কুস্তিগির সহ ১০৯ জনকে টেনে হিঁছড়ে তোলা হয় প্রিজন ভ্যানে। স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশে হেনস্থার অভিযোগে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। দিল্লিতে আন্দোলনরত কুস্তিগিরদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে ও তাদের গ্রেফতারের প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল এস এফ আই ও ডি ওয়াই এফ এই এর।
advertisement
আরও দেখুন
advertisement
সোমবার দুপুরে এই ঘটনার প্রতিবাদে ও পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে শিলিগুড়িতে বামেদের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে মিছিল করল দার্জিলিং জেলা এস এফ আই ও ডি ওয়াই এফ এই ।শিলিগুড়ি মহকুমা পরিষদের ক্রিকেট সচিব মনোজ বার্মা বলেন, ” এ আমরা কেমন দেশে বাস করছি। যে দেশের খেলোয়াড়রা দেশের হয়ে গোল্ড মেডেল, সিলভার মেডেল আনছে তাদের বিরুদ্ধে এমন অন্যায় অবিচার। শুধু টুইট করলে হবে না। রাস্তায় নেমে আমাদেরও তাদের পসে দাড়াতে হবে।”
advertisement
Anirban Roy
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2023 2:53 PM IST