Siliguri News: নতুন প্রজন্মের ক্যারাটের প্রতি আগ্রহ বাড়াতে প্রশিক্ষণ শিবির
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
খেলাধুলায় মন হারিয়েছে নতুন প্রজন্ম। তাই তাদের উদ্বুদ্ধ করতেই তথা নতুন প্রজন্মের ক্যারাটের প্রতি আগ্রহ বাড়াতে এই শিবিরের আয়োজন করা হয়েছে।
শিলিগুড়ি : নতুন প্রজন্মের ক্যারাটের প্রতি আগ্রহ বাড়াতে প্রশিক্ষণ দিতে কর্মশালা। দুদিন ব্যাপী এই অ্যাডভান্স লেভেলের ক্যারাটে প্রশিক্ষণ দিতে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে কর্মশালার আয়োজন করেছে শিলিগুড়ি ক্যারাটে অ্যাকাডেমি । এই কর্মশালায় মোট ১০০ জন প্রশিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
খেলাধুলায় মন হারিয়েছে নতুন প্রজন্ম। তাই তাদের উদ্বুদ্ধ করতেই তথা নতুন প্রজন্মের ক্যারাটের প্রতি আগ্রহ বাড়াতে এই শিবিরের আয়োজন করা হয়েছিল বলে জানান, ক্যারাটে প্রশিক্ষক সেন্সেই প্রলয় চতুর্বেদী।
advertisement
প্রসঙ্গত, নতুন প্রজন্মের ছেলে মেয়েরা খেলাধুলার প্রতি মন হারিয়েছে। শুধু ক্যারাটে নয় যে কোন খেলার বিষয়ে তারা অনেক পিছিয়ে। ক্যারাটে শুধু আত্মরক্ষার্থে নয় শরীরকে সুস্থ রাখতে ও অনেক উপযোগী। এছাড়াও দেশের নানা এলাকায় যে ভাবে মেয়েদের উপরে আক্রমণের ঘটনা সামনে এসেছে, তা থেকে শিক্ষা নিয়ে কম বয়স থেকেই ছাত্রীদের আত্মরক্ষায় পারদর্শী করতে ‘মার্শাল আর্ট’ শেখানোর চিন্তাভাবনা করা হয়েছে। সে কারণেই এই শিবিরের আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
advertisement
প্রশিক্ষক প্রলয় চতুর্বেদী জানান, ” শিলিগুড়িতে এর আগে কখনো এমন কর্মশালা হয়নি। ক্যারাটের নানা রকম প্রতিযোগিতা হলেও শিবির কখনও হয়নি। এই শিবিরে এডভান্স লেভেলের ক্যারাটে প্রশিক্ষণ দিতে বাইরে থেকে অনেক প্রশিক্ষক এসেছেন। আশা করছি শিলিগুড়ির ছেলেমেয়েরা নতুন কিছু শিখতে পারবে।” শিবিরে যোগ দিয়েছে শিলিগুড়ির অনামিকা দও। সে জানায়, “দুইদিন ব্যাপী এই কর্মশালায় আমরা অনেক নতুন টেকনিক শিখেছি। আত্মরক্ষায় পারদর্শিতা খুব জরুরি। আমাদের প্রশিক্ষকরা খুব যত্ন সহকারে আমাদের শিখিয়েছে। এর আগে এমন কর্মশালা কখনও হয়নি শিলিগুড়িতে আমরা সত্যি খুব খুশি ।” আগামীতে খেলার সময় আত্মবিশ্বাস অনেক গুণ বাড়বে বলে মনে করছে তারা।
advertisement
Anirban Roy
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2023 3:53 PM IST