Siliguri News: দু'বছরের শিশুর শ্বাসনালীতে আটকে মাংসের হাড়! সারাদিন নানা হাসপাতালে ঘুরলেন মা! তারপর? জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
Last Updated:
Siliguri News: শ্বাসনালীতে আটকে মাংসের হাড়। শিশুকে কোলে নিয়ে এই হাসাপাতাল থেকে ওই হাসপাতালে ছুটছেন মা! কোথাও চিকিৎসা নেই! তারপর? অবশেষে ঘটল বিরল ঘটনা! জানুন
#শিলিগুড়ি: শ্বাসনালীতে মাংসের হাড় আটকে গিয়েছিল দু'বছরের এক শিশুর। বিভিন্ন সরকারি হাসপাতাল ঘুরেও চিকিৎসা পায়নি শিশুটি। অবশেষে বিরল অস্ত্রপচার করে তার প্রাণ বাঁচালেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা। গতকাল চামুরচির বাসিন্দা ওই শিশুকে নিয়ে হন্যে হয়ে বিভিন্ন সরকারি হাসপাতাল ঘুর ছিলেন তার মা আসমা বেগম। অবশেষে গতকাল রাতে উত্তরবঙ্গ মেডিকেলে নিয়ে এলে চিকিৎসা পায় তার শিশু কন্যা। আসমা দেবী জানান, গতকাল সকাল ১১:৩০ টা নাগাদ মাংস খেতে গিয়ে তার মেয়ের গলার শ্বাসনালিতে মাংসের হাড়ের একটি ছোট টুকরো আটকে পড়ে। তৎক্ষণাৎ তিনি তাকে প্রথমে চামুর্চির সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকেরা বানারহাটের হাসপাতালের স্থানান্তরিত করে দেয়। সেখানেও চিকিৎসকেরা চিকিৎসা করতে না পারায় হস্তান্তর করে দেয় বীরপাড়াতে।
সেখান থেকে ফের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানে জানিয়ে দেওয়া হয় মেশিন খারাপ রয়েছে। চিকিৎসা করা সম্ভব নয়। ফলে সে শিশুটিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। অবশেষে সারাদিন পেরিয়ে গতকাল রাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এই শিশুটিকে নিয়ে এলে তৎক্ষণাৎ জরুরি ভিত্তিক অস্ত্রপচার করেন চিকিৎসকেরা।
advertisement
advertisement
সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিকিৎসকেরা জানান, সেই সময় সময়ের অভাবে জরুরি ভিত্তিক অস্ত্রপচার করতে হয়েছিল। মাংসের ওই হাড়টি এমন একটি জায়গায় আটকে ছিল যা বিরল পদ্ধতি ব্যবহার করে অস্ত্রপচার করা হয়। সকল চিকিৎসকেরা একসঙ্গে মিলে কাজ করায় সফলতা মিলেছে। এখন শিশুটি সুস্থ রয়েছে। শিশুর প্রাণ বাঁচানোর জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানান তার মা আসমা বেগম।
advertisement
অনির্বাণ রায়
Location :
First Published :
December 02, 2022 5:14 PM IST