Siliguri News : থাইল্যান্ডের ম্যাসাজ! স্পা-এর আড়ালে চলছিল দেহ-ব্যবসা! পুলিশি হানায় ভয়াবহ তথ্য সামনে এল!

Last Updated:

Siliguri News : স্পা-এ পুলিশ যেতেই হাতে-নাতে ধরা পড়লেন পাঁচ মহিলা ও এক ব্যক্তি! থাইল্যান্ড ম্যাসাজের নামে চলছিল দেহ ব্যবসা!

photo source collected
photo source collected
#শিলিগুড়ি :  স্পা-এর আড়ালে চলছিল অবৈধ দেহ ব্যবসা ভক্তিনগর থানার পুলিশের অভিযানে পাঁচ মহিলা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ । ঘটনা তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ । শিলিগুড়িতে ক্রমশাই স্পা এবং পার্লারের আড়ালে চলছে অবৈধ দেহ ব্যবসার রমরমা কারবার । তবে মাঝেমধ্যেই পুলিশের অভিযানে এই চক্রে পুলিশের হানায় গ্রেফতারও হয়েছে । গোপনেই তারা ব্যবসা চালিয়ে আসছিল। পার্লারের আড়ালে মধুচক্রের কথা জানতে পারে পুলিশ।
শেষ পর্যন্ত মঙ্গলবার বিকেলে ভক্তিনগর থানা এলাকায় অভিযান চালায় পুলিশ। হাতেনাতে ফাঁস হয়ে গেল পর্দা।শপিং মল থেকে শুরু করে অভিজাত এলাকা । শিলিগুড়িতে এখন স্পায়ের রমরমা কারবার । এই স্পা পার্লার গুলোর আড়ালে চলছে বেআইনি কাজ । ঝকঝকে বিজ্ঞাপন । কোথাও কোথাও থাইল্যান্ড ম্যাসাজ বা অন্যান্য খেরাপির কথাও লেখা হচ্ছে বিজ্ঞাপনে । যার আড়ালে কোনও কোনওটিতে নিয়ে আসা হচ্ছে থাইল্যান্ডের মেয়েদের কোথাও আবার নেপালিদের সাজানো হচ্ছে থাইল্যান্ডের যুবতী।
advertisement
advertisement
এর আগেও অভিযোগ ছিল কিন্তু বর্তমানে মাত্রা ছাড়িয়েছে । অভিযোগ, এই স্পা গুলির বেশিরভাগই হয়ে উঠেছে দেহব্যবসার আখড়া ।বেশ কয়েকদিন ধরেই ওই বিউটি পার্লার ও স্পা-র নাম করে মধুচক্রের আসর বসার অভিযোগ আসছিল । তার ভিত্তিতে অভিযান চালায় পুলিশ । মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির সেবক রোড এর কাছে একটি স্পায়ে হানা দিয়ে ভক্তিনগর থানার পুলিশ পাঁচ মহিলা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল । পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ওই স্পায়ে অবৈধ দেহ ব্যবসার রমরমা কারবার চলছিল সেই ধরনের অভিযোগে পাওয়ার পরই এদিন পুলিশ ওই স্পায়ে হানা দেয় । ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের এই অভিযানে সেখানে থাকা এক পুরুষ সহ মহিলাদের গ্রেফতার করা হয় । তবে এই চক্রে আরও কোনও বড় মাথা রয়েছে কিনা তা সমস্ত কিছু খতিয়ে দেখছে ভক্তিনগর থানার পুলিশ। একই সাথে এই স্পায়ের মালিকের খোঁজ চালাচ্ছে পুলিশ ।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News : থাইল্যান্ডের ম্যাসাজ! স্পা-এর আড়ালে চলছিল দেহ-ব্যবসা! পুলিশি হানায় ভয়াবহ তথ্য সামনে এল!
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement