Siliguri News: বাঁশের শিল্পকলা বাঁচিয়ে রাখতে ৩০ বছর ধরে কাজ করে আসছেন শিলিগুড়ির পরেশ

Last Updated:

Siliguri News: বিগত ৩০ বছর ধরে বাঁশের শিল্পের সঙ্গে জড়িত পূর্ব হাতিয়াড়াঙ্গার বাসিন্দা পরেশ রায়। তার হাতের কাজ না দেখলে বিশ্বাস হবে না। বাঁশ দিয়েই তিনি তৈরি করে ফেলছেন মাছ, ময়ূর, পাখি, নৌকা সহ আরো অনেক কিছু।

+
বাঁশের

বাঁশের কাজ করছেন শিলিগুড়ির পরেশ রায়

অনির্বাণ রায়, শিলিগুড়ি : হারিয়ে যেতে চলেছে বাঁশের শিল্প। বাঁশের শিল্পকলাকে বাঁচিয়ে রাখতে বিগত ৩০ বছর ধরে বাঁশের শিল্পের সঙ্গে জড়িত পূর্ব হাতিয়াড়াঙ্গার বাসিন্দা পরেশ রায়। তার হাতের কাজ না দেখলে বিশ্বাস হবে না। বাঁশ দিয়েই তিনি তৈরি করে ফেলছেন মাছ, ময়ূর, পাখি, নৌকা সহ আরও অনেক কিছু। পরেশ বাবুর কথায় তাকে যা বানাতে বলা হবে তিনি বাঁশ দিয়েই সেই জিনিস তৈরি করে দিতে পারবেন অনায়াসেই। তার হাতের কাজ পশ্চিমবঙ্গ তো বটেই পাশাপাশি অনেক রাজ্যেই সকলের নজর কেড়েছে।
বাঁশের তৈরি পণ্যের কদর আর তেমন নেই বললেই চলে। ঐতিহ্য হারাতে বসেছে এই শিল্পটি। গ্রামীণ জনপদের মানুষ গৃহস্থলি, কৃষি ও ব্যবসা ক্ষেত্রে বাঁশের তৈরি সরঞ্জামাদি ব্যাবহার করলেও, এখন বিলুপ্তির পথে এ শিল্পটি। এক সময় বাসা-বাড়ি, অফিস – আদালত সবখানেই ব্যবহার করা হতো বাঁশের তৈরি আসবাবপত্র। এখন সময়ের বিবর্তনে বদলে গেছে চিরচেনা সেই চিত্র। এরপরেও উপজেলার গুটি কয়েক পরিবারের মানুষ ঐতিহ্য ধরে রাখাসহ জীবন ও জীবিকার তাগিদে বাঁশ আর বেতশিল্পকে আঁকড়ে ধরে রেখেছেন। তাদেরই মধ্যে একজন শিলিগুড়ির পরেশ রায়।
advertisement
advertisement
পরেশ বাবুর কথায়, ” যতই দিন যাচ্ছে ততই কমে যাচ্ছে এই হস্তশিল্পের চাহিদা। মূল্যবৃদ্ধি, বাঁশের দুষ্প্রাপ্যতা আর অন্যদিকে প্লাস্টিক, সিলভার ও মেলামাইন জাতীয় হালকা টেকসই সামগ্রী নাগরিক জীবনে গ্রামীণ হস্তশিল্পের পণ্যকে হটিয়ে দিয়েছে। এখন এ কাজ করে জীবন চালানো কঠিন । তাই সবাই অন্য পেশা খুঁজে নিচ্ছেন।
কেন হারিয়ে যাচ্ছে এই শিল্প এই কথার উত্তরে তিনি জানান, “কাজ পেলেও সঠিক মজুরি না পাওয়ায় , সকলে অন্য পেশার দিকে ঝুকে যাচ্ছেন। কেউ আর বাঁশের কাজ করতে চাইছে না।” তাঁর ইচ্ছে রয়েছে আগামী প্রজন্মকে বাঁশের কাজ শিখিয়ে এই শিল্পটিকে বাঁচিয়ে রাখার। সকলের সঙ্গে আলোচনা করে তার একটি বাঁশের তৈরি কাজের কর্মশালা করার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: বাঁশের শিল্পকলা বাঁচিয়ে রাখতে ৩০ বছর ধরে কাজ করে আসছেন শিলিগুড়ির পরেশ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement