Siliguri Coronavirus: দেশের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে জেলায় করোনার গ্রাফ, দেশে একদিনে সংক্রামিত ৩৪০
- Published by:Ananya Chakraborty
Last Updated:
শিলিগুড়ি (Siliguri) পুরনিগম এলাকায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১০ জন করোনায় সংক্রামিত হয়েছেন।
#শিলিগুড়ি: ফের জেলাজুড়ে করোনা (coronavirus) চোখরাঙাতে শুরু করেছে। তবে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত শিলিগুড়ি সহ তৎসংলগ্ন এলাকাতে করোনা (coronavirus) সংক্রমণের গ্রাফ বেড়েছে। এদিন জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে এমনটাই খবর। যার ফলে কার্যত স্বস্তিতে জেলা সহ শিলিগুড়ির প্রশাসন। এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দার্জিলিং (Darjeeling) জেলায় নতুন করে ২৬ জন করোনা (coronavirus) সংক্রমিতের হদিস মিলেছে। যা বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত গ্রাফের সমান। সেখানে গত ২৪ ঘন্টায় মাত্র ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। যা নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা।
এদিকে, শিলিগুড়ি (Siliguri) পুরনিগম এলাকায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১০ জন করোনায় সংক্রামিত হয়েছেন। অন্যদিকে, জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার অধীনে থাকা ওয়ার্ডগুলির ১৩ জন রয়েছেন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এছাড়া দার্জিলিং মিউনিসিপ্যালিটিতে (Darjeeling MU) নতুন করে করোনা সংক্রামিতদের হদিস পাওয়া যায়নি। সুকনায় (Sukna) ৫ জন ও কার্শিয়ংয়ে (Kurseong) ১ জন সংক্রামিতের খবর মিলেছে। এছাড়া সুখিয়াপোখরিতে (Sukhiapokhri) ১ জন সংক্রামিতের খবর মিলেছে। ২৪ ঘন্টায় মিরিকে (Mirik) ২ জন সংক্রামিতের খোঁজ পাওয়া গিয়েছে। এছাড়া খড়িবাড়িতে (Kharibari) ও বিজনবাড়িতে (Bijanbari) নতুন করে কেউ সংক্রামিত হয়নি। পাশাপাশি, তাকদহেও (Takdah) গত ২৪ ঘন্টায় নতুন করে কোনও সংক্রামিতের হদিস মেলেনি। এছাড়া মাটিগাড়ায় (matigara) ৫ জন ও নকশালবাড়িতেও (Naxalbari) গত ২৪ ঘন্টায় নতুন করে ২ জন করোনায় সংক্রামিতের খোঁজ পাওয়া যায়। তবে ফাঁসিদেওয়ায় (Phansidewa) নতুন করে সংক্রমণের খোঁজ পাওয়া যায়নি।
advertisement
অন্যদিকে, দেশে করোনায় প্রায় ৫০ শতাংশ বাড়ল দৈনিক মৃত্যু। তবে কমল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫০১ জনের। বৃহস্পতিবার মৃত্যু হয়েছিল ৩৪০ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৫১৬। বৃহস্পতিবার আক্রান্ত হয় ১৩ হাজার ৯১জন।
advertisement
Vaskar Chakraborty
view commentsLocation :
First Published :
November 12, 2021 11:24 PM IST