Siliguri News: বিশেষ চাহিদা সম্পন্নদের রাখি উৎসব শিলিগুড়িতে

Last Updated:

পথ চলতি মানুষ এবং ট্রাফিক পুলিশের হাতে রাখি বেঁধে দিলেন শিলিগুড়ির বিশেষভাবে সক্ষমরা

+
title=

শিলিগুড়ি: বিশেষভাবে সক্ষমদের নিয়ে পালিত হল রাখি বন্ধন উৎসব। সারা দেশের মানুষের মতোই ভাই-বোনের এই অমর বন্ধনের অনুষ্ঠানের সামিল হল শিলিগুড়ির বিশেষভাবে সক্ষমদের একাংশ। রাজ্য প্রতিবন্ধী সম্মিলনির পক্ষ থেকে হাসমি চকে বিশেষভাবে সক্ষমদের নিয়ে রাখি বন্ধন উৎসব উদযাপন করা হয় এদিন। সকল বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা একে অপরকে রাখিবন্ধনে আবদ্ধ করেন।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। রাখি বন্ধন উৎসবে সম্প্রীতির ছবি উঠে আসে সর্বত্র। হিন্দু , মুসলিম, জৈন, বৌদ্ধ ও শিখরা এই উৎসব পালন করেন। এই দিন দিদি বা বোনেরা তাঁদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেন।পাশাপাশি এই রাখি বন্ধনের মধ্য দিয়ে জাতি-ধর্ম নির্বিশেষে মানববন্ধনের বার্তা দেওয়া হয়।
advertisement
advertisement
এদিন শিলিগুড়ির সফদর হাসমি চক এলাকায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা পথ চলতি মানুষ এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশদের হাতে এদিন রাখি পরিয়ে এই অনুষ্ঠান পালন করেন। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দার্জিলিং জেলা কমিটির সম্পাদক রামপ্রসাদ ভট্টাচার্য জানান, বিশেষ চাহিদা সম্পন্ন এই ছেলে-মেয়েরা সারা বছরই বিভিন্ন রকম কাজকর্ম করে থাকে। তাঁদের নিয়েই আজকের দিনটি সুন্দরভাবে শিলিগুড়িবাসীর সঙ্গে উৎযাপন করা হল। পাশাপাশি তিনি বলেন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে বিশেষভাবে সক্ষমরাও যে সমস্ত কাজ করতে পারে এই ঘটনা তার প্রমাণ।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: বিশেষ চাহিদা সম্পন্নদের রাখি উৎসব শিলিগুড়িতে
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement