Postal Stamp: অল্প টাকা খরচ করে ডাকটিকিটে বসিয়ে দিন আপনার প্রিয়জনের ছবি, জানুন পদ্ধতি
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Postal Stamp: সাধারণ মানুষের কাছে ডাকটিকিটের জনপ্রিয়তা বাড়াতে নতুন কিছু করার ভাবনা এসেছিল বিভাগের কর্তাদের মনে।
শিলিগুড়ি: ডাকটিকিটে আপনি বসাতে পারবেন আপনার নিজের ছবি কিংবা প্রিয়জনের ছবি। ডাকব্যবস্থাকে জনপ্রিয় করতে এবং ডাকের মাধ্যমে চিঠি পাঠানোর পরিমাণ বাড়াতে অভিনব উদ্যোগ ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্টের। মাত্র ৩০০ টাকা দিয়ে যে কোনও ব্যক্তিই নিজের ছবি দিয়ে তৈরি করাতে পারবেন ডাকটিকিট। খামে রীতিমতো ব্যবহারও করা যাবে সেই টিকিটও।
ইন্টারনেটের বাড়তে থাকা জনপ্রিয়তার সামনে মতো কার্যত ফিকে হয়ে পড়েছিল ডাকবিভাগের ব্যবসা। তাই, সাধারণ মানুষের কাছে ডাকটিকিটের জনপ্রিয়তা বাড়াতে নতুন কিছু করার ভাবনা এসেছিল বিভাগের কর্তাদের মনে। তারপরেই "মাই স্ট্যাম্প" এর সূচনা হয়েছিল। বর্তমানে খুব জনপ্রিয় হয় এই মাই স্ট্যাম্প। জানা গিয়েছে, ৩০০ টাকা দিয়ে ৫ টাকা দামের ১২ টি স্ট্যাম্প তৈরি হবে। যেই স্ট্যাম্প সারা ভারতবর্ষে প্রযোজ্য হবে।
advertisement
advertisement
ডাকটিকিটে নিজের ছবি দেখতে চাইলে কী করতে হবে? জিপিও-র ডাকটিকিট বিভাগ বা ফিলাটেলি ব্যুরো জানিয়েছে, প্রথমে একটি ফর্ম ভর্তি করতে হবে। সেখানে নিজের বা যাঁর ছবি আপনি ডাকটিকিটে দেখতে চাইছেন তাঁর ছবি দিতে হবে। পূরণ করে দিতে হবে আবেদনপত্র।
advertisement
এর পরই কাউন্টার থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে কত দিন পর আপনাকে ফের আসতে হবে আপনার মনপসন্দ ডাকটিকিট নেওয়ার জন্য। নির্দিষ্ট সময়ে এলেই আপনাকে দেওয়া হবে একটি এ ফোর মাপের শিট। এখানেই এমন ডাকটিকিট থাকবে যার প্রতিটিতেই থাকবে আপনার বা আপনার কোনও প্রিয়জনের ছবি। ডাকবিভাগের কাছে অনুরোধ করলে বাড়িতে ডাকযোগেও পাঠিয়ে দেওয়া হবে এমন বিশেষ ডাকটিকিট।
advertisement
অনির্বাণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2023 3:41 PM IST