Traffic Rules: রাত নটার পর মানছেন না ট্র্যাফিক আইন, পড়ছেন না হেলমেট! এখনই সাবধান হয়ে যান
- Published by:purnendu mondal
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
ট্রাফিক সংক্রান্ত যেকোনও সমাধানের কথা পুলিশকে সরাসরি ইমেইল আইডি বা ট্রাফিক পোর্টালে পাঠিয়ে দিতে পারেন সাধারণ মানুষ। ভাল প্রস্তাবের জন্য মিলবে পুরষ্কার।
শিলিগুড়ি : ট্রাফিক আইন নিয়ে এবার আরও সচেতন শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। রাত নটার পর ট্রাফিক আইন মানছেন না! পড়ছেন না হেলমেট!তাহলে সাবধান হয়ে যান। এখন থেকে শিলিগুড়ি শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় রাতে থাকবে ট্রাফিক পুলিশের কড়া নজরদারি। এর জন্য মোতায়েন করা হচ্ছে বাড়তি এক কোম্পানি কনস্টেবল। ফলে দিনের মত রাতেও ট্রাফিক আইন ভাঙলেই দিতে হবে মোটা অংকের জরিমানা।
শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠানে এসে এমনটাই জানান শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। এতদিন পর্যন্ত শিলিগুড়ি শহরে রাত নটার পর শহরে ট্রাফিক মোড়ে আর দেখা পাওয়া যেত না ট্রাফিক পুলিশ কর্তাদের। ফলে রাত বাড়লেই শুরু হতো ট্রাফিক আইন ভাঙার খেলা। যার জন্য শহরে বাড়ছিল পথ দুর্ঘটনার সংখ্যা। সেই পথ দুর্ঘটনার সংখ্যা কমাতেই বিশেষ উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
advertisement
advertisement
পুলিশের তরফে জানানো হয়েছে শহরে ট্রাফিক সমস্যা নিয়ে ভালো প্রস্তাব দিলে সেই শহরবাসীকে পুলিশের তরফে সংবর্ধনা জানানো হবে। পরিকল্পনা প্রসঙ্গে পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, “ট্রাফিকের উন্নতির জন্য সবারই সহযোগিতা প্রয়োজন। প্রধান সড়ক থেকে অলিগলিতে শহরের সাধারণ মানুষ গাড়ি চালিয়ে যাওয়া আসা করেন তাই ট্রাফিক ব্যবস্থার উন্নতিকরণে অনেক ভাল প্রস্তাব পাওয়া যাবে বলেই আমরা আশা রাখছি।”ট্রাফিক সংক্রান্ত যেকোনও সমাধানের কথা পুলিশকে সরাসরি ইমেইল আইডি বা ট্রাফিক পোর্টালে পাঠিয়ে দিতে পারেন সাধারণ মানুষ। আরও খবর পড়তে ফলো করুন
advertisement
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2024 4:57 PM IST