Siliguri News: বিশেষ ভাবে সক্ষমদের কৃত্রিম অঙ্গদান! ঘটনা জানলে চোখে জল আসবে
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
Last Updated:
জয়পুরের ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি এবং শিলিগুড়ি পুরনিগমের যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবির থেকে অন্তত ৫০০ প্রতিবন্ধী মানুষ উপকৃত হবেন।
শিলিগুড়ি: জটিল স্নায়ু রোগে আক্রান্ত হয়ে আচমকা হারাতে হয়েছিল বাঁ পাশের পা। পা না থাকায় নিজের দীর্ঘদিনের পেশাকেও বিদায় জানাতে হয়েছিল। নিজের পায়ে ভর করে দাঁড়াতে না পারার যে কষ্ট, সেটা দেড় বছর জুড়ে প্রতি মুহূর্তে অনুভব করেছেন খড়িবাড়ি বাতাসির রাজীব সাহা। শিলিগুড়ি পুরনিগমের সৌজন্যে কৃত্রিম পায়ে ভর করে পুনরায় সোজা হয়ে দাঁড়াতেই মুখে ফিরে এল পুরনো হাসি। রাজীব জানালেন,’আমি ভাবতেই পারিনি আর কোনওদিন সোজা হয়ে দাঁড়াব।’
শিলিগুড়ি কিরণচন্দ্র ভবনে শুরু হয়েছে ৩ দিনের কৃত্রিম অঙ্গ সংযোজন এবং বিশেষ ভাবে সক্ষমদের সহায়ক সরঞ্জাম বিতরণ শিবির। জয়পুরের ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি এবং শিলিগুড়ি পুরনিগমের যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবির থেকে অন্তত ৫০০ বিশেষ ভাবে সক্ষম মানুষ উপকৃত হবেন।যাদের হাত নেই তারা কৃত্রিম হাত পেয়েছেন,যার পা নেই তারা কৃত্রিম পা পেয়েছেন,কেউ হুইল চেয়ার,কেউ ট্রাই সাইকেল পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলছেন।
advertisement
advertisement
মেয়র গৌতম দেব জানান, “রাস্তা ঘাটের উন্নয়ন শুধু নয়,আমরা প্রতিটি মানুষের কাছে পৌঁছতে চাই। এই কাজ আমি দীর্ঘদিন থেকে করছি ।এর মধ্যে দিয়ে একটা আত্ম সন্তুষ্টি পাই।”
জয়পুর ফুট বিতরণ সমিতির ডিরেক্টর পি আর মেহতা জানান, “আগামী ৩ দিন এই শিবির চলবে। শিলিগুড়ি ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই শিবির অনুষ্ঠিত হবে।অন্তত ২০০০ মানুষ উপকৃত হবে এই ক্যাম্পগুলির মাধ্যমে।”
advertisement
নিজের পা লাগাতে আসা গুড্ডি মাহাতো জানায়, “দুর্ঘটনায় আমার পা চলে গিয়েছিল।আমি স্কুল যেতে পারতাম না। এই পা পেয়ে আমি অত্যন্ত খুশি । আমি আবার আগের মতন স্কুল যাব।”
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2023 7:25 PM IST