Siliguri News : বৃদ্ধাকে কাঁমড়ে দিল বাঁদর! আতঙ্কে কাঁটা এলাকাবাসী
Last Updated:
বাঁদরের আতঙ্কে ভীত সন্ত্রস্ত শিলিগুড়িবাসী । শহরতলীতে দিনে দুপুরে দাপিয়ে বেড়াচ্ছে পূর্ণবয়স্ক বাঁদর।
#শিলিগুড়ি: বাঁদরের আতঙ্কে ভীত সন্ত্রস্ত শিলিগুড়িবাসী। শহরতলীতে দিনে দুপুরে দাপিয়ে বেড়াচ্ছে পূর্ণবয়স্ক বাঁদর। তা নিয়ে যথারীতি আতঙ্কিত শিবরাম পল্লী এলাকার বাসিন্দারা। শিলিগুড়ি পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের শিবরামপল্লীতে বাঁদরের কামড়ে আহত হলেন এক বৃদ্ধা।জানা গেছে ,দুপুরে নিজের বাড়ির উঠোনে বসে সবজি কাটছিলেন সেই বৃদ্ধা। এমন সময় হঠাৎই উদয় হয় একটি পূর্ণবয়স্ক বাঁদর।কিছু বুঝে ওঠার আগেই সবজি তুলে নিয়ে খাওয়া শুরু করে বাঁদরটি। সবজি খাওয়া শেষ হলে হঠাৎই আরও একটি সবজি কেড়ে নেওয়ার জন্য সেই বৃদ্ধার হাত টেনে কামড় দেয় বাঁদরটি। আহত বৃদ্ধা চিৎকার শুরু করলে ছুটে আসেন প্রতিবেশীরা । এরপর সারা পাড়া জুড়ে ওই বাঁদরটির নাছোড়বান্দা ব্যবহারে অতিষ্ট শিবরামপল্লী এলাকার বাসিন্দারা । দিনে দুপুরে বাঁদরটি শিলিগুড়ি পুর এলাকার মধ্যে কিভাবে ঢুকলো তা নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়।
advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কিছুদিন আগে মাধব বলে এক ব্যক্তি একটি বাঁদরকে শিশু অবস্থায় বাড়িতে নিয়ে এসেছিল। এবং তাকে লালন পালন করছিল সেই বাঁদরটি বড় হয়ে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর। তাদের আরও অভিযোগ বহুবার বাধা দেওয়া সত্ত্বেও ওই ব্যক্তি কিছুতেই মানতে চাননি তাদের কথা। বন দফতরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়েছে। বাঁদরটি বিগত বেশ কিছুদিন ধরেই এলাকাবাসীকে বিরক্ত করছিল বলে অভিযোগ। কিন্তু এবার সেই বয়স্ক মহিলাকে কামড়ে দেওয়ার পরেই আতঙ্কে গোটা এলাকাবাসী ।
advertisement
আরও পড়ুন North 24 Parganas News: ডিজে গান বাজিয়ে ১১৯ বছরের 'দাদু'কে শেষ বিদায় জানাল গোটা গ্রাম
আহত মহিলাকে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । খবর দেওয়া হয় বন দফতরে। স্থানীয়দের একাংশের অভিযোগ, এক স্থানীয় ব্যক্তি বাঁদরটিকে শিশু অবস্থায় জঙ্গল থেকে বাড়িতে নিয়ে এসেছিল। এখন সেই বাঁদর বড় হয়ে পাড়ার ভিতর দাপিয়ে বেড়াচ্ছে। বন দফতর ঘটনাস্থলে দেরি করে পৌঁছানোর ফলে বাঁদরটিকে এখনও বাগে আনা যায়নি বলে জানা গিয়েছে।
advertisement
অনির্বাণ রায়
view commentsLocation :
First Published :
August 22, 2022 12:17 PM IST
