Darjeeling News: বর্ষার প্রথম বৃষ্টিতেই ধস পাহাড়ে! কাঠগোড়ায় সেবক-রংপো রেল প্রকল্প

Last Updated:

Darjeeling News : বর্ষার প্রথম বৃষ্টিতে এমন বিপর্যয়ে অবাক পাহাড়ের মানুষও। এর জন্য তাঁরা সেবক-রংপো রেল প্রকল্পকে দায়ী করছেন।

কালিম্পং: দক্ষিণবঙ্গ যখন গরমে হাঁসফাঁস করছে ঠিক সেই সময় উত্তরবঙ্গে ঢুকে গেল বর্ষা। আর বর্ষার প্রথম বৃষ্টিতেই বিপর্যয় কালিম্পঙে‌। রাতভর ভারী বৃষ্টিপাতের জেরে ধস নেমে ক্ষতিগ্রস্ত হল রম্ভি এলাকার একটি গ্রাম। এখানকার বেশ কয়েকটি বাড়ি ধসের জেরে ভেঙে পড়ে। সেইসঙ্গে ব্যাহত হয়েছে সেবক-রংপো রেল প্রকল্পের কাজ।
বর্ষার প্রথম বৃষ্টিতে এমন বিপর্যয়ে অবাক পাহাড়ের মানুষও। এর জন্য তাঁরা সেবক-রংপো রেল প্রকল্পকে দায়ী করছেন। পাহাড় কেটে এই রেল প্রকল্প বানানোর ফলে গোটা এলাকার মাটি আরও দুর্বল হয়ে গিয়েছে। আর তার জেরেই একটু বৃষ্টিতে ধস নামছে বলে অভিযোগ। রবিবার রাত থেকে দার্জিলং ও কালিম্পঙের পাহাড়ি এলাকা সহ তরাই, ডুয়ার্সে ভারী বৃষ্টিপাত হয়। তাতেই এমন অস্বাভাবিক ধস নামে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ সহ রম্ভি বাজার গ্রামের একাধিক বাড়ি।
advertisement
advertisement
ওই এলাকায় রেল প্রকল্পের দ্বিতীয় স্টেশন রিয়াংয়ের স্টেশন ইয়ার্ড তৈরির কাজ চলছে। বৃষ্টির জেরে সেই কাজ ব্যাহত হয়। গোটা পরিস্থিতি দেখে পাহাড়ের মানুষের দাবি, দ্রুত উপযুক্ত ব্যবস্থা নিক প্রশাসন। না হলে সেবক-রংপো রেল প্রকল্পের জেরে পাহাড়ের ভূপ্রকৃতির যে ক্ষতি হয়েছে তা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে এবারের বর্ষায়।
advertisement
ধসের জেরে কালিম্পঙে কর্ণ বাহাদুর ছেত্রি, পাপ্পু খাতি ও গিতা সিলাল নামে তিনজনের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধারকাজে নামানো হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। এই প্রসঙ্গে কালিম্পঙের জেলাশাসক আর বিমলা বলেন, ইতিমধ্যে বিপজ্জনক বাড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষকে ধস আটকাতে অবিলম্বে পদক্ষেপ কর‍তে বলেছে জেলা প্রশাসন। এই ঘটনার জেরে সারারাত আতঙ্কে কাটান গ্রামবাসীরা। তাঁদের আশঙ্কা যে কোনও মুহূর্তে বাকি বাড়িগুলোর উপরেও নেমে আসতে পারে ধস। এই অবস্থায় বাচ্চাদের নিয়ে ভয়ে কুঁকড়ে আছেন মা-বাবারা।
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Darjeeling News: বর্ষার প্রথম বৃষ্টিতেই ধস পাহাড়ে! কাঠগোড়ায় সেবক-রংপো রেল প্রকল্প
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement