Siliguri News: কৃষকদের জন্য বড় সুখবর, এবার এই সবজি চাষ করে হতে পারেন মোটা টাকার মালিক

Last Updated:

বিভিন্ন ধরনের ফসল ফলিয়ে রোজগারের রাস্তা দেখাচ্ছেন এই পরিবার।

+
title=

শিলিগুড়ি : বিভিন্ন ধরনের চাইনিজ ফসল ফলিয়ে রোজগারের রাস্তা দেখাচ্ছেন এই পরিবার।শিলিগুড়ি শহরের একেবারে মাঝখানে আট বিঘা জমিতে অর্গানিক চাষাবাদ করে শহরবাসীকে অবাক করছে এই পরিবার। চারিদিকে কংক্রিটের জঞ্জাল তৈরি হলেও এই এক চিলতে জায়গায় এখনো পর্যন্ত চাষাবাদ করছেন তারা। দীর্ঘ ৭০ বছর ধরে চাষাবাদ করেই জীবন যাপন করছেন সাহানি পরিবার।লেটুস পাতা, আইসবার্গ, লেমন গ্রাস, পার্সলে,পাকচুই বিভিন্ন ধরনের চাইনিজ ফসল ফলিয়ে রোজগারের পন্থা এই পরিবারের।
লেটুস পাতা যেমন স্যালেডে ব্যবহার করা হয় তেমনি আইসবার্গ স্যান্ডউইচে ব্যবহার করা হয় লেমন গ্রাস পার্সলে পাকচুই এই সমস্ত সবজি সুখ খেতে ভীষণ উপকারী। প্রতিটি শাকসবজির আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। এবং বিভিন্ন জায়গায় এর চাহিদা খুব বেশি। রেস্টুরেন্ট থেকে শুরু করে শপিংমল সমস্ত জায়গাতেই এর চাহিদা রয়েছে। তাই একটু ভিন্নধর্মী চাষ করে এই চাইনিজ ফসল ফলিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করছেন শাহানি পরিবার। বাজারে তাদের চাইনিজ ফসল বিক্রি করার সঙ্গে তাদের খেতের সামনে একটি সবজির দোকানও রয়েছে। সেখানে তাদের খেতেরই সম্পূর্ন জৈবিক পদ্ধতিতে তৈরি করা সবজি বিক্রি করা হয়।
advertisement
advertisement
বিক্রম বাবুর বাবা কেদার সাহানীর দাবি এই সমস্ত ফসল সচরাচর বাইরে থেকেই আনতে হয় এবং পরিচর্যা করতে হয়। আমরা দীর্ঘদিন ধরে এই জমিতে চাষাবাদ করে আসছি। প্রথমে কুড়ি বিঘা জমিতে ধানক্ষেত লাগাতাম তারপর ধীরে ধীরে জায়গা ছোট হয়ে আট বিঘা জমি রয়েছে। এই জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করছি। ধীরে ধীরে চাষ করতে করতেই মাথায় এলো চাইনিজ শাকসবজি ফলানোর কথা তারপরেই সেগুলি চারা এনে লেটুস পাতা আইসবার্গ লেমন গ্রাস পার্সলে পাক চুই এই ধরনের চাইনিজ ফসল ফলানো। এই সমস্ত জিনিসই বাজারে কিনতে গেলে অনেক টাকা দর। আমরা এখান থেকেই এগুলো ফলিয়ে বিভিন্ন মার্কেট কমপ্লেক্স , রেগুলেটেড মার্কেট সহ বিভিন্ন জায়গায় এগুলি দিয়ে থাকিবলে জানান বিক্রম সাহানি।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: কৃষকদের জন্য বড় সুখবর, এবার এই সবজি চাষ করে হতে পারেন মোটা টাকার মালিক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement