গরমে গলা শুকিয়ে কাঠ, রাস্তায় বেরোলেই পাবেন এই পানীয়, চুমুক দিলেই শরীর ঠান্ডা!

Last Updated:

শহরের বিভিন্ন জায়গায় টোটো করে ঠান্ডা লেবু জল নিয়ে পৌঁছে যাচ্ছে যুব মঞ্চের ছেলেরা। হাসপাতালের সামনে , মার্কেট এর সামনে জল নিয়ে পৌঁছে যাচ্ছে তারা। দিনে হাজার গ্লাস জল খাওয়াচ্ছে তারা।

+
জলদান

জলদান

শিলিগুড়ি : গরমে অস্বস্তিতে গোটা শহর! বৃষ্টি পড়লেও স্বস্তি নেই। তাই ঠান্ডা লেবু জল খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করল মাড়োয়ারি যুব মঞ্চ। শহরের বিভিন্ন জায়গায় টোটো করে ঠান্ডা লেবু জল নিয়ে পৌঁছে যাচ্ছে যুব মঞ্চের ছেলেরা। হাসপাতালের সামনে , মার্কেট এর সামনে জল নিয়ে পৌঁছে যাচ্ছে তারা। দিনে হাজার গ্লাস জল খাওয়াচ্ছে তারা। যতদিন গরম থাকবে, ততদিন পর্যন্ত এই কাজ করে যাবে তারা বলে জানান সংস্থার সদস্যরা।
আমাদের বেঁচে থাকার জন্য জল অনিবার্যভাবে প্রয়োজনীয়। গরমে সুস্থ থাকতে প্রাপ্তবয়স্কদেরও জল পান করতে বলেন বিশেষজ্ঞরা। এক একটা শহরের তাপমাত্রা ইতিমধ্যেই রেকর্ড গড়েছে। তাই শহরের কর্মরত লোকজন তথা হাসপাতালে আসা রোগীর পরিজনদের কথা চিন্তা করে। হাসপাতালের সামনে এবং শহরের বিভিন্ন রাস্তায় জল নিয়ে পৌঁছে যাচ্ছেন যুব মঞ্চের সদস্যরা। রোজ ২০০ লিটার জল নিয়ে তারা টোটোতে করে ঘুরছে শহরের বিভিন্ন প্রান্তে।
advertisement
advertisement
মারোয়ারী যুব মঞ্চের সদস্য পিন্টু বর্মন জানান, ‘প্রচণ্ড গরম পড়ছে। সকলে গরমে হাসফাঁস করছে। তাই পথ চলতি মানুষদের কথা ভেবেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে’। রোজ প্রায় ১২০ লিটার জল নিয়ে তারা বেরোচ্ছে। শুধু ঠাণ্ডা জল নয় , জলের সঙ্গে লেবু এবং জল জিরা মিশিয়ে খাওয়ানো হচ্ছে সকলকে। হাসপাতালে রোগীর এক আত্মীয় চন্দ্রা দেবী জানান, ‘ এই গরমে এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। যা গরম পড়েছে তাতে এমন জল খেয়ে সত্যি খুব ভালো লাগছে। সকাল থেকেই হাসপাতাল চত্ত্বরে দাদারা জল খাওয়াচ্ছে।’
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
গরমে গলা শুকিয়ে কাঠ, রাস্তায় বেরোলেই পাবেন এই পানীয়, চুমুক দিলেই শরীর ঠান্ডা!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement