South Dinajpur News: দিনের বেলায় আলো আঁধাড়িতে শহর! ঝেঁপে নামল বৃষ্টি

Last Updated:

দীর্ঘ তাপদহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নামল দক্ষিণ দিনাজপুর জেলা জুরে। মঙ্গলবার দুপুর ১:৩০ নাগাদ বালুরঘাট শহর জুড়ে সন্ধ্যে নেমে আসে।এই দিন দুপুরবেলা পথ চলতি চারচাকা কিংবা দুই চাকা যানবাহন চালকরা রীতিমতো আলো জ্বালিয়ে যেতে হচ্ছে।

South Dinajpur News: দিনের বেলায় আলো আঁধাড়িতে শহর! ঝেঁপে নামল বৃষ্টি
South Dinajpur News: দিনের বেলায় আলো আঁধাড়িতে শহর! ঝেঁপে নামল বৃষ্টি
দক্ষিণ দিনাজপুর: দিন না রাত? দিনের বেলা এমন অন্ধকার ঘনিয়ে আসাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় শহরবাসীর মধ্যে। দীর্ঘ তাপদহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নামল দক্ষিণ দিনাজপুর জেলা জুরে।
মঙ্গলবার দুপুর ১:৩০ নাগাদ বালুরঘাট শহর জুড়ে সন্ধ্যে নেমে আসে। এই দিন দুপুরবেলা পথ চলতি চারচাকা কিংবা দুই চাকা যানবাহন চালকরা রীতিমতো আলো জ্বালিয়ে যেতে হচ্ছে।
হঠাৎ করে এমন ভর দুপুরে অন্ধকার নেমে আসাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কিত হয়ে পরেন সকলে। উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল আগামী চার দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়া বইবে জেলাতে।
advertisement
advertisement
দীর্ঘদিন পর এমন বৃষ্টি হওয়াতে খুশির হাওয়া জেলার কৃষকদের মধ্যে।বৃষ্টি না হওয়ার কারণে একদিকে যেমন পাট চাষী থেকে শুরু করে সবজি চাষিরা দীর্ঘদিন ধরে বিপাকে পরে।এই বৃষ্টি হওয়াতে চাষের ক্ষেত্রে অনেকটাই উপকারী হবে বলে জানা যায়।
জেলা আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানা যায়, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। ২৪.৫ মিলিমিটার বৃষ্টি হয়, এছাড়া প্রায় ৪৩ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড়ো হাওয়া বয় জেলা জুড়ে।
advertisement
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: দিনের বেলায় আলো আঁধাড়িতে শহর! ঝেঁপে নামল বৃষ্টি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement