Darjeeling News: পাহাড়ের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে মিরিকের স্বাস্থ্য কেন্দ্রকে পূর্ণাঙ্গ হাসপাতালের রূপ দেওয়ার সিদ্ধান্ত

Last Updated:

পাহাড়ের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে মিরিকের স্বাস্থ্য কেন্দ্রকে পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত। একযোগে কাজ করবে রাজ্য স্বাস্থ্য দফতর ও জিটিএ

দার্জিলিং: পাহাড়ের মানুষকে চিকিৎসার জন্য আর সমতলে ছুটে আসতে হবে না। পাহাড়বাসীদের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে উদ্যোগী হল রাজ্যের স্বাস্থ্য দফতর ও গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন( জিটিএ)। মিরিক ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে এবার পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নিত করার উদ্যোগ নেওয়া হল। আগামী এক বছরের মধ্যে ওই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে পূর্ণাঙ্গ হাসপাতালে পরিণত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এতে প্রায় এক লক্ষ পাহাড়বাসীর চিকিৎসা পরিষেবায় প্রভূত উন্নতি হবে।
একেই পাহাড়ি এলাকা, তার উপর পূর্ণাঙ্গ হাসপাতালের অভাব থাকায় পাহাড়বাসীদের চিকিৎসা পরিষেবার জন্য নার্সিংহোম বাদে সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য দার্জিলিং জেলা হাসপাতাল অথবা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আসতে হত। মিরিকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পূর্ণাঙ্গ হাসপাতাল হলে পাহাড়বাসীর একটা বড় অংশ আর‌ও উন্নত চিকিৎসা পরিষেবা পাবে।
advertisement
advertisement
জানা গিয়েছে, মিরিক হাসপাতালে বর্তমানে রোগীদের জন্য ৩০ টি শয্যা আছে। ৮ জন চিকিৎসক সহ মোট ২৫ জন স্বাস্থ্য কর্মী রয়েছে। গড়ে প্রতিদিন অন্তত ১০ জন রোগী এই হাসপাতালে ভর্তি হন। রাজ্যের তরফে সিদ্ধান্ত হয়েছে, ওই হাসপাতালকে ১০০ বেডে উন্নিত করা হবে। চিকিৎসক ও চিকিৎসা কর্মী মিলিয়ে অন্তত ৭০ জন সেখানে স্বাস্থ্য পরীক্ষা দেওয়ার জন্য থাকবেন। রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে নতুন হাসপাতাল ভবন নির্মাণের জন্য ১৬ কোটি ৮০ লক্ষ ৫০ হাজার টাকা এবং ভবনের বৈদ্যুতিকরণের জন্য ৩ কোটি ৭২ লক্ষ ১৩ হাজার টাকা বরাদ্দ করা হবে।
advertisement
হাসপাতালটি নির্মাণ হলে মিরিকের পাশাপাশি সুখিয়াপোখরি, পোখরিয়াবং, ঢাজিয়া, মানে বস্তি সহ একাধিক এলাকার মানুষ উপকৃত হবেন। স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জিটিএর একটি বিশেষ প্রতিনিধি দল রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন।
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Darjeeling News: পাহাড়ের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে মিরিকের স্বাস্থ্য কেন্দ্রকে পূর্ণাঙ্গ হাসপাতালের রূপ দেওয়ার সিদ্ধান্ত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement