শিলিগুড়ি: শহরের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পরিবেশ রক্ষার জন্য গাছ বাঁচাতে নতুন উদ্যোগ শিলিগুড়ি পুরনিগমের। সাকশন মেশিনের গাড়িতে জেটিং মেশিন বসিয়ে শুরু হল রাস্তা ধোয়া। একইসঙ্গে রাস্তার আশপাশের গাছে জল দেওয়ার কাজও হচ্ছে।
এই উদ্যোগের বিষয়ে মেয়র পারিষদ মানিক দে বলেন, শিলিগুড়ি পুরনিগমের কাছে সাকশন মেশিন বসানো একটি ৮০০০ লিটারের গাড়ি আছে। বর্ষাকালে কোনও এলাকায় জল জমলে সেখানকার সেই জল নিষ্কাশনের কাজে লাগে এই সাকশন মেশিন। বাকি সময় এটা তেমন ব্যবহার হত না। সেই সাকশন মেশিনকেই পরিকল্পনা করে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও গাছে জল দেওয়ার কাজে ব্যবহার করা শুরু হয়েছে।
আরও পড়ুন: দিনেমারদের চালু করা পশু-পাখির হাট ফের চালু হল শ্রীরামপুরে
মেয়র পারিষদ মানিক দে আরও জানান, মেয়র অনেক দিন ধরেই বলছিলেন শহরের রাস্তাঘাটে দিনেরবেলা প্রচুর ধুলো ওড়ে। এই ধুলোর কারণে রাস্তার পাশের গাছগুলিও তাতে যেন চাপা পড়ে যায়। এতে যেমন দৃশ্য দূষণ হয়, তেমনই পর্যাপ্ত জল না পাওয়ায় শুকিয়ে যায় গাছগুলি। তাই এবার মেয়রের নির্দেশ মত সাধারণ মানুষকে ধুলোর হাত থেকে রেহাই দেওয়ার পাশাপাশি রাস্তার গাছগুলিতে জল দিতে সাকশন মেশিনের গাড়িতেই লাগানো হয়েছে জেটিং মেশিন।
সোমবার থেকে নিয়ম করে প্রতিদিন শহরের মূল রাস্তাগুলি ধোয়ার পাশাপাশি রাস্তার পাশের গাছগুলিতে জল দেওয়ার কাজ শুরু হয়েছে। এতে যেমন রাস্তায় ধুলো-বালি কম উড়বে, তেমনই জল পাওয়ার কারণে শুকিয়েও যাবে না গাছগুলি। এতে রাস্তায় যাতায়েত করতে সুবিধা হবে সাধারণ মানুষের, দূষণ কমবে এবং বজায় থাকবে শহরের পরিবেশের ভারসাম্য।
অনির্বাণ রায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pollution, Siliguri News