Hooghly News: দিনেমারদের চালু করা পশু-পাখির হাট ফের চালু হল শ্রীরামপুরে

Last Updated:

শ্রীরামপুর এক সময় ডেনমার্কের উপনিবেশ ছিল। ড্যানিশ শাসকরা এখানে অনেক কিছুই করেছিলেন। তার অন্যতম ঐতিহ্য হচ্ছে পশু-পাখির হাট। তবে কালের নিয়মে সেই হাট বন্ধ হয়ে গিয়েছিল। ড্যানিশ ঐতিহ্য ফিরিয়ে আনতে শ্রীরামপুরে আবারও চালু হলো পশু-পাখির হাট

+
title=

হুগলি: একসময়ের দিনেমার উপনিবেশ শ্রীরামপুরে ফিরতে চলেছে ড্যানিশ ঐতিহ্য। দিনেমার, অর্থাৎ ডেনমার্কের শাসকরা যখন শ্রীরামপুরের উপর আধিপত্য বিস্তার করেছিলেন সেই সময় এখানকার গঙ্গা নদীর পাড়ে বসত পশু-পাখির হাট। দিনেমাররা শ্রীরামপুর ছেড়ে চলে যাওয়ার পরও বহুদিন এই ঐতিহ্যবাহী পশু-পাখির হাট বসত। তবে নানান কারণে ধীরে ধীরে এখানে পশুপাখি কেনা বেচা বন্ধ হয়ে যায়। তবে ডেনমার্ক শাসকদের আমলের সেই পুরনো ঐতিহ্য আবার ফিরে এল শ্রীরামপুরে। রবিবার গঙ্গার পাড়ে নতুন করে উদ্বোধন হলো পশুপাখি হাটের। নানা জাতের পাখি, কুকুর, রঙিন মাছ, গাছ বেচাকেনা আবার শুরু হল। ঘটনা হল, কলকাতায় পশুপাখির এই ধরনের বাজার আছে। কিন্তু মফস্বলে এই বাজার প্রথম।
গত কয়েক বছর ধরেই ড্যানিশ ঐতিহ্য ফিরিয়ে আনা ও সেই আমলের স্থাপত্যগুলিকে রক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে শ্রীরামপুরে। এই বিষয়ে ভারত ও ডেনমার্ক দুই দেশের সরকার‌ই যৌথভাবে কাজ করছে। আগের চেহারা ফিরে পায় গভর্নর হাউস, টাভার্ন। ভারতে ড্যানিশ উপনিবেশে শ্রীরামপুর ছিল বাণিজ্য নগরী। পশুপাখির হাট চালুর মাধ্যমে সেই বাণিজ্য নগরীর পুরনো রূপ আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা শুরু হল।
advertisement
advertisement
শ্রীরামপুরে গঙ্গার পাড়ে নিশান ঘাটে শুরু হল পশুপাখির এই হাট। ড্যানিশ আমলে শ্রীরামপুরের এই হাটে বহু দূর থেকে মানুষজন আসত, বেচাকেনা হত। ড্যানিশরা চলে যাওয়ার পর সেই হাট বন্ধ হয়ে যায়। ঐতিহ্য সংরক্ষণে প্রশাসনের এই উদ্যোগে খুশি শ্রীরামপুরবাসী।
advertisement
শ্রীরামপুর পুরসভার সিআইসি পিন্টু নাগ বলেন, অনেকেই পশু-পাখি ভালবাসেন, রঙিন মাছ বাড়িতে রাখেন। এই হাট তাঁদের কাছে লাগবে। শুধু শ্রীরামপুর শহর নয়, হুগলি জেলার বিভিন্ন জায়গার মানুষ এই হাটে আসবেন। তাঊদের আর কষ্ট করে কলকাতায় যেতে হবে না। শ্রীরামপুর শহরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবি পূরণ হল। তবে এই হাটে পশুপাখি কেনাবেচার ক্ষেত্রে সরকারি আইন মেনে চলতে হবে বলে পরিষ্কার প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এই হাটে প্রথমদিন যোগ দেওয়া এক বিক্রেতা সৌমেন সরকার বলেন, মানুষের রেসপন্স খুব ভাল। আজ হাটের প্রথম দিন। এর পরের সপ্তাহগুলোতে আরও ভালো হবে বলে আশা রাখি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি রবিবার বসবে এই পশুপাখির হাট।
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: দিনেমারদের চালু করা পশু-পাখির হাট ফের চালু হল শ্রীরামপুরে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement