Photo Gallery: সুখবর সুখবর! পুজোয় চলবে একডজন টয়ট্রেন... পাহাড়ে বেড়াতে গেলে সোনায় সোহাগা

Last Updated:

পাহাড়ে টয়ট্রেনের আটটি জয়রাইড দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত গিয়ে আবার দার্জিলিঙে ফিরে আসছে। আগামী ১৫ অক্টোবর থেকে এই রুটে এর সঙ্গে আরও চারটি জয়রাইড চালানো হবে।

পুজোয় পর্যটকদের জন্য ৪ টি জয়রাইড চালাবে ডি এইচ আর
পুজোয় পর্যটকদের জন্য ৪ টি জয়রাইড চালাবে ডি এইচ আর
শিলিগুড়ি : পুজোর পর্যটন মরসুমে পর্যটকদের জন্য দারুণ খবর। পাহাড়ে হেরিটেজ টয়ট্রেনের এক ডজন জয়রাইড চালাবে দার্জিলিং হিমালয়ান রেল ( ডিএইচআর)। দেশ-বিদেশের পর্যটকদের কাছে মূলত টয়ট্রেন এবং টাইগার হিলের জন্যই দার্জিলিং আকর্ষণীয়। যত দিন যাচ্ছে টয়ট্রেনের জনপ্রিয়তা বেড়েই চলেছে। পুজোর পর্যটন মরসুমের টিকিট বুকিং শুরুর সময় থেকেই টয়ট্রেনের বিপুল চাহিদার দিকটি আঁচ পাওয়া গিয়েছে।
ডিএইচআরের ডিরেক্টর প্রিয়াংশু জানান, ” দার্জিলিংয়ে পুজোর ভ্রমণে টয়ট্রেনের জয়রাইড চড়া থেকে পর্যটকরা যাতে বঞ্চিত না হন তার জন্যই এক ডজন জয়রাইড চালানো হবে। চাহিদা বাড়লে জয়রাইডের সংখ্যা বাড়নো হতে পারে।”
গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে কম সময়ে হেরিটেজ টয় ট্রেনে চেপে দার্জিলিং পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জনের জন্যই জয়রাইডের জনপ্রিয়তা বেড়েছে। তাতে যাত্রীর সংখ্যাও বেড়েছে বহুগুণ । যা হেরিটেজ টয় ট্রেনকে লাভজনক করে তুলেছে। গত আর্থিক বছরে টয় ট্রেনের ইতিহাসে রেকর্ড আয় হয়েছে। জয় রাইডের বিপুল জনপ্রিয়তার জন্যই রেকর্ড পরিমাণ আয় হয়েছে বলে জানান উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।
advertisement
advertisement
ডিএইচআরের ডিরেক্টর প্রিয়াংশু বলেন, “এখন পাহাড়ে টয়ট্রেনের আটটি জয়রাইড দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত গিয়ে আবার দার্জিলিঙে ফিরে আসছে। আগামী ১৫ অক্টোবর থেকে এই রুটে এর সঙ্গে আরও চারটি জয়রাইড চালানো হবে। কিছুদিনের মধ্যে টাইম টেবিল প্রকাশ করা হবে।” উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, “আন্তর্জাতিক ক্ষেত্রে টয় ট্রেন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। যাত্রী সংখ্যা বেড়েই চলেছে। গত আর্থিক বছরে টয় ট্রেনে মোট এক লক্ষ ৫৬ হাজার যাত্রী হয়েছে। আয় ১৯ কোটি ২১ লক্ষ টাকা। করোনা সংক্রমণের আগে ২০১৮-‘১৯ আর্থিক বর্ষে সর্বাধিক আয়ের রেকর্ড ছিল এক লক্ষ ১৮ হাজার যাত্রী থেকে এক কোটি ১৮ লক্ষ টাকা।”
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Photo Gallery: সুখবর সুখবর! পুজোয় চলবে একডজন টয়ট্রেন... পাহাড়ে বেড়াতে গেলে সোনায় সোহাগা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement