Free Tattoo: একেবারে বিনামূল্যে ট্যাটু! ফোন করুন এখুনি! কাদের মুখ আঁকা হচ্ছে জানেন?

Last Updated:

Free Tattoo: যে ট্যাটুর দাম ১৫০০ থেকে ২০০০ টাকা, সেই ট্যাটু একেবারেই বিনামূল্যে বানিয়ে দেবে এই দোকান! জানুন

+
title=

শিলিগুড়ি : পঞ্চায়েত ভোটের আগে ট্যাটু প্রেমীদের জন্য সুখবর। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে নতুন অফার নিয়ে আসলো  “যোগি ট্যাটু” । যে ট্যাটুর দাম ১৫০০ থেকে ২০০০ টাকা, সেই ট্যাটু একেবারেই বিনামূল্যে বানিয়ে দেবেন যোগী । শিলিগুড়ির ইসকন মন্দির রোডের অঞ্চল বাজার এলাকায় যোগি ট্যাটু সেন্টার এমনই এক অভিনব অফার নিয়ে হাজির সকলের জন্য। বছরের বিশেষ বিশেষ দিনগুলিতে এমন নানান রকম অফার দিয়ে থাকেন তারা। যেহেতু ভোটের মরশুম তাই ভোটকেন্দ্রিক এই অফারটি।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্যাটু বানিয়ে দেবেন এই শিল্পী। তাও একেবারে বিনামূল্যে। এমন একটি পোস্ট ফেসবুকে করার পর থেকেই রীতিমত যোগি ট্যাটু সেন্টারে ফোন আসতে শুরু করে । প্রথমে সকলে বিষয়টিকে গুরুত্ব না দিলেও। পরে যোগিবাবুর কথায় বুঝতে পারে যে সত্যিই বিনামূল্যেই ট্যাটু বানিয়ে দেবেন তিনি। এমন মুখের ট্যাটু বানাতে কমপক্ষে ২০০০ টাকা খরচ করতে হয় সকলকে। তবে তিনি একদম বিনামূল্যেই বানিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখের ছবি।
advertisement
advertisement
আরও পড়ুন:
যোগি ট্যাটু সেন্টারের কর্নধার যোগি বাবুর কথায়, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোক ভীষণ পছন্দ করে এবং তারাই ভীষণ ট্রেন্ডিং । তাই এমন উদ্যোগ নিয়েছেন তিনি। একইসঙ্গে তার দোকানের প্রচার হয়ে যাবে। এছাড়াও যোগি ট্যাটু সেন্টারে বিশেষ দিন উপলক্ষ্যে নানান রকম অফার চলতেই থাকে। যোগিবাবু জানান, ” এখনও পর্যন্ত যদিও কেউ ট্যাটু বানায়নি। তবে কেউ যদি বানাতে চায় তাহলে তাদের জন্য আগামী ১১ জুলাই পর্যন্ত আমি বিনামূল্যে ট্যাটু বানিয়ে দেব। আগামী লোকসভা ভোটে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্যাটু বানানোর কথা ভাবছি। “
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Free Tattoo: একেবারে বিনামূল্যে ট্যাটু! ফোন করুন এখুনি! কাদের মুখ আঁকা হচ্ছে জানেন?
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement