Siliguri News: উত্তরবঙ্গে প্রথম খ্রিস্ট উৎসব পালন হল শিলিগুড়িতে

Last Updated:

উত্তরবঙ্গে প্রথম খ্রিস্ট উৎসব পালন হল শিলিগুড়িতে। জাকজমক করে খ্রিস্ট উৎসব পালন করলো শিলিগুড়ির অর্চক বলে একটি সংস্থা। মানবতার পূজারি রবীন্দ্রনাথ ঠাকুর মানবদেবতা যীশুখ্রীষ্ট কে শ্রদ্ধা জানিয়ে ১৮১০ সালে খ্রিস্টের জন্মদিন উপলক্ষে শান্তিনিকেতনে খ্রিস্ট উৎসবের সূচনা করেন।

+
title=

#শিলিগুড়ি : উত্তরবঙ্গে প্রথম খ্রিস্ট উৎসব পালন হল শিলিগুড়িতে। জাকজমক করে খ্রিস্ট উৎসব পালন করলো শিলিগুড়ির অর্চক বলে একটি সংস্থা। মানবতার পূজারি রবীন্দ্রনাথ ঠাকুর মানবদেবতা যীশুখ্রীষ্ট কে শ্রদ্ধা জানিয়ে ১৮১০ সালে খ্রিস্টের জন্মদিন উপলক্ষে শান্তিনিকেতনে খ্রিস্ট উৎসবের সূচনা করেন। সেই ধারা আজও অব্যাহত। হিংসা ভুলে শান্তি স্থাপনের উদ্দেশ্যে অর্চক নামক একটি সংস্থা এবার এই উৎসবে শামিল হলো প্রকৃতির বুকে । তাদের মহড়া কেন্দ্রে অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠান। বেশ কিছুদিন ধরেই এই উৎসবে মেতেছে শুধু এই সংস্থা নয় শিলিগুড়ির বিভিন্ন সাংস্কৃতিক কলাকুশালী ।
রবীন্দ্রনাথের ভাবধারায় পুষ্ট যীশু খ্রীষ্টের উপাসনার অঙ্গ হিসেবে ছিল উপনিষদ পাঠ বেদের মন্ত্র উচ্চারণ রবীন্দ্র সংগীত কাব্য ও নৃত্যের কোলাজ। এই সবটাই এই খ্রিস্ট উৎসবের মাধম্যে উৎযাপন করা হয়। দরিদ্র পরিবারের আস্তাবলে জন্মগ্রহণ থেকে শুরু করে হতদরিদ্র অন্তজ শ্রেণীর মানুষের সেবা ,রোগ নিরাময় পরিশেষে পাপ জনের উদ্ধারের জন্য যন্ত্রণা ক্লিষ্ট মৃত্যু ,এক কথায় মানবদেবতা যীশু খ্রীষ্ট তার জীবন দিয়ে সমাজের অন্তজ ব্রাত্য মানুষের সেবার বাণী শুনিয়েছিলেন মানব সমাজকে । এই অনুষ্ঠানে বারবার তাই মানবতার সুর ধ্বনিত হয়েছে বিভিন্ন আঙ্গিকে ।
advertisement
আরও পড়ুনঃ বড়দিনের আগে শিলিগুড়িতে রাস্তায় নেমে সাধারণ মানুষকে সচেতন করল সান্তাক্লজ
নান্দনিক বাতাবরণে নৃত্য সংস্থার এই উৎসব পালন উত্তরবঙ্গে প্রথম খ্রিস্ট উৎসবের আয়োজন হিসেবেই শুধু নয় উপস্থাপনার গুণে উত্তরবঙ্গে উৎকৃষ্ট সংস্কৃতির মান তুলে ধরল তারা। অর্চকের কর্ণধার অদিতি দাস জানিয়েছেন "এই প্রথমবার শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে খ্রিস্ট উৎসব পালন হলো। আমরা খুব আড়ম্বরের সাথে সমস্ত শিল্পী সংস্কৃতিপ্রেমী মানুষেরা সকলে একসাথে মিলে খুব আনন্দের সাথেই উৎসবটি পালন করলাম। আগামীতেও এই ধারা বজায় রাখবো বলে আশা করছি।"
advertisement
advertisement
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: উত্তরবঙ্গে প্রথম খ্রিস্ট উৎসব পালন হল শিলিগুড়িতে
Next Article
advertisement
West Bengal Weather Update: হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন আবহাওয়া কেমন?
  • হাওয়া বদল বাংলায় !

  • বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement