Darjeeling Tourism: পুজোয় পাহাড়ে যাচ্ছেন? কী দারুণ চমক যে অপেক্ষা করছে, দেখামাত্র লাফিয়ে উঠবেন!
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
Last Updated:
Darjeeling Tourism: পুজোয় পর্যটনের দিকে নজর রেখে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের বিধিনিষেধ তুলে নিল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন।
শিলিগুড়িঃ পর্যটকদের জন্য সুখবর। পাহাড়ে চালু হয়ে গেল অ্যাডভেঞ্চার স্পোর্টস। আর কিছুদিন বাদেই পুজোর মরশুম। তাই পুজোয় পর্যটনের দিকে নজর রেখে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের বিধিনিষেধ তুলে নিল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। পুজোর আগেই সুখবর দিয়েছেন তাঁরা। পাহাড়ে যাঁরা ঘুরতে আসবেন, তাঁদের জন্য সমস্ত রকম অ্যামিউজমেন্ট চালু করে দিতে চলেছে জিটিএ। ওয়াটার র্যাফটিং, প্যারাগ্লাইডিং ও সাইক্লিং-সহ সমস্ত ধরনের অ্যাডভেঞ্চার এক্টিভিটি চালু হয়ে গিয়েছে পাহাড়ে।
প্রসঙ্গত, বর্ষার জন্য গত জুন মাস থেকে পাহাড়ে বন্ধ ছিল এই ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস। গত জুন মাস থেকে পাহাড়ে বন্ধ ছিল এই অ্যাডভেঞ্চার ট্যুরিজম। র্যাফটিং, প্যারাগ্লাইডিং ও সাইক্লিং চালু হলে এক শ্রেণির অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ আগ্রহী হবে। তাই তাঁদের কথা ভেবেই আবার অ্যাডভেঞ্চার এক্টিভিটি চালু হয়ে গেল পাহাড়ে। এছাড়াও সান্দাকফু ফালুট ট্রেকিং রুট সহ একাধিক অ্যাডভেঞ্চার এক্টিভিটি চালু হয়ে গিয়েছে। এবার পুজোয় অনেক পর্যটকদের আগমন হবে বলে আশাবাদী জিটিএ কর্তৃপক্ষ।
advertisement
advertisement
জিটিএ পর্যটন বিভাগের কো-অর্ডিনেটর দাওয়া শেরপা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “অ্যাডভেঞ্চার ট্যুরিজমের প্রতি পর্যটকদের একটা অংশের আগ্রহ রয়েছে। পুজোর সময় পাহাড়ে ঘুরতে এসে অনেকেই র্যাফটিং, প্যারাগ্লাইডিং ও সাইক্লিং করতে চান পাহাড়ি এলাকায়। তাই পর্যটন মরশুমের কথা মাথায় রেখে এটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিটিএ সূত্রের খবর, নতুন করে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তার জন্য প্রশিক্ষণ দেবে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট । দাওয়া শেরপা আরও বলেন, “এবছর যেহেতু উত্তরাখণ্ড শিমলা এ সমস্ত জায়গায় বৃষ্টির জন্য ব্যাপক হারে ক্ষতি হয়েছে। তাই আমরা আশাবাদী এ বছর দার্জিলিং এর ব্যাপক হারে পর্যটকদের আগমন ঘটবে। এবং আমরা সবাইকে স্বাগত জানাতে প্রস্তুত।”
advertisement
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2023 5:18 PM IST