Bangla News: রোদে ঘুরে ঘুরে লটারি বিক্রিতে কণ্ঠই ইউএসপি! চিনুন বিশেষভাবে সক্ষম এই বিক্রেতাকে

Last Updated:

বাজারে গেলেই বিক্রেতাদের নানা জিনিস বিক্রি করতে দেখা যায়। কিন্তু কখনও কাউকে ভাগ্য বিক্রি করতে শুনেছেন কি? অবাক লাগছে তাই না?

+
লটারি

লটারি বিক্রেতা

জলপাইগুড়ি: বাজারে গেলেই বিক্রেতাদের নানা জিনিস বিক্রি করতে দেখা যায়। কিন্তু কখনও কাউকে ভাগ্য বিক্রি করতে শুনেছেন কি? অবাক লাগছে তাই না? তা হলে শুনুন, ইনি হলেন কৃষ্ণ চন্দ্র সেন, জলপাইগুড়ির অন্তর্গত ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি অঞ্চলের একজন লটারি টিকিট বিক্রেতা। বয়সের ছাপ স্পষ্ট সংসারের চাপে। গ্রামাঞ্চলের আর পাঁচ জন লড়াকু দুঃস্থ মানুষের জীবনের সঙ্গে খুব একটা অমিল নেই কৃষ্ণ চন্দ্র সেনের।
অন্যান্য গ্রাম শহরের মতোই এই আমগুড়ি অঞ্চলের মানুষও রোজ কেনেন লটারি, আর এই ঘুরে ঘুরে লটারি বিক্রেতাদের একজন কৃষ্ণ চন্দ্র সেন। বিজ্ঞাপনের যুগে কোনও জিনিস যে আকর্ষণ ছাড়া বিক্রি হয় না সেটি বেশ বুঝেছিলেন তিনি। তাই পকেটে বিশেষভাবে সক্ষম সার্টিিকেট নিয়ে ঠেলা ভ্যান চালিয়ে লটারির টিকিট বিক্রি করেন তিনি। ক্রেতাদের নিজের প্রতি আকৃষ্ট করতে শুরু করেন অধ্যাবসায়, পুরুষ কণ্ঠে নারীর স্বর।
advertisement
advertisement
এই প্রসঙ্গে রোদে ঝলসে যাওয়া মুখ গামছায় মুছে কৃষ্ণ বাবু বলেন, “তিন মাসের অধ্যাবসায়ে আজ আমি পুরুষ কণ্ঠের পাশপাশি নারী কন্ঠের অধিকারী, লক্ষ্য একটাই লটারি গ্রাহকদের নিজের প্রতি আকৃষ্ট করা। আমার গলা শুনে অনেকেই আসেন, তাই টিকিট বিক্রি করেই দিন গুজরান হয়ে যায়।” এই অভিনব উপায়ে লটারি টিকিট বিক্রির মধ্য দিয়ে অন্যদের লটারি বিক্রি করে কৃষ্ণ বাবু কিনছেন নিজের ভাগ্য।
advertisement
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Bangla News: রোদে ঘুরে ঘুরে লটারি বিক্রিতে কণ্ঠই ইউএসপি! চিনুন বিশেষভাবে সক্ষম এই বিক্রেতাকে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement