Siliguri News: শিলিগুড়িতে জমজমাট ডিজাইন ফেস্টিভ্যাল

Last Updated:

নতুন প্রজন্মের একাংশ চিরাচরিত পেশার বদলে তুলনায় কম প্রচলিত নানান বিষয়কে কেরিয়ার হিসেবে বেছে নিচ্ছে। ফ্যাশন ডিজাইনিং হল তার অন্যতম একটি। ফ্যাশন ডিজাইনিং এবং ইন্টিরিয়র ডিজাইনিংয়ের ছাত্র-ছাত্রীরা নিয়ে একসঙ্গে এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়

+
title=

শিলিগুড়ি: জমজমাট ডিজাইন ফেস্টিভ্যাল শিলিগুড়িতে। এখানে ফ্যাশন ডিজাইনাররা তাঁদের প্রতিভা দেখানোর সুযোগ পান। শিলিগুড়ির আইআইএফএম বলে একটি সংস্থা ফ্যাশন ডিজাইনের ওপর প্রশিক্ষণ দিয়ে আসছে বহুদিন ধরে। তাদের হাত ধরে বহু ফ্যাশন ডিজাইনার তৈরি হয়েছে। এবার সেই সংস্থার উদ্যোগেই শিলিগুড়িতে আয়োজিত হল ডিজাইন ফেস্টিভ্যাল। দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর প্রদর্শনী কক্ষে এই অন্যরকম ফেস্টিভ্যালটি আয়োজিত হয়। ফ্যাশন ডিজাইনিংয়ে নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতেই এই আয়োজন বলে জানান সংস্থার সিইও কুন্তনীল রায়।
যুগের সঙ্গে বদলে যাচ্ছে মানুষের চিন্তা ভাবনা। ফলে নতুন প্রজন্মের একাংশ চিরাচরিত পেশার বদলে তুলনায় কম প্রচলিত নানান বিষয়কে কেরিয়ার হিসেবে বেছে নিচ্ছে। ফ্যাশন ডিজাইনিং হল তার অন্যতম একটি। ফ্যাশন ডিজাইনিং এবং ইন্টিরিয়র ডিজাইনিংয়ের ছাত্র-ছাত্রীরা নিয়ে একসঙ্গে এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। সংস্থার ৬০ জন ছাত্র-ছাত্রী এই ডিজাইন ফেস্টিভ্যাল অংশগ্রহণ করে। এছাড়াও ক্লাস থ্রি ফোরের শিশুরাও ছিল অংশগ্রহণকারীদের তালিকা।
advertisement
advertisement
সংস্থার সিইও কুন্তনীল রায় জানান, নবীন প্রজন্মকে ফ্যাশনের ধারা শেখাতেই এই উদ্যোগ। ফ্যাশন বলেও যে একটা ইন্ডাস্ট্রিজ রয়েছে সেটার সঙ্গে মানুষকে পরিচিত করাতে চান তাঁরা। নতুন প্রজন্মরা যেভাবে এগিয়ে আসছে এবং স্কুলের ছাত্র-ছাত্রীরাও যেভাবে অংশগ্রহণ করেছে তাতে যথেষ্ট খুশি বলে জানিয়েছেন ওই সংস্থার কর্ণধার। এই আয়োজন নিয়ে ফ্যাশন ডিজাইনিংয়ের পড়ুয়া দীপান্বিতা ভট্টাচার্য বলেন, আমরা খুব খুশি যে আমাদের কাজগুলি এভাবে সবার সামনে তুলে ধরতে পারলাম।
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: শিলিগুড়িতে জমজমাট ডিজাইন ফেস্টিভ্যাল
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement