Siliguri News: ভোররাতে গাড়ির শো রুমে ডাকাতি! ২৪ লাখ টাকা লুট, ভল্টটি নিয়েই পলাতক দুষ্কৃতীরা
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Siliguri News: দুই নিরাপত্তা রক্ষীকে প্রথমে আটকে বেধড়ক মারধর করে ডাকাতদল।এরপর গাড়ির শোরুমের ক্যাশ কাউন্টারে ঢুকে আলমারি ভেঙে প্রায় ২৪ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
শিলিগুড়ি: মাটিগাড়ার একটি গাড়ির শোরুমে মধ্যরাতে ডাকাতির ঘটনা। প্রায় ২৪লক্ষ টাকা নিয়ে চম্পট দিল ডাকাত দল। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। জানা যায়, রাত তিনটে থেকে চারটে নাগাদ জনা কয়েক দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে এসে ওই গাড়ির শো রুমে ঢোকে। অভিযোগ, দুই নিরাপত্তা রক্ষীকে প্রথমে আটকে বেধড়ক মারধর করে ডাকাতদল। এর পর গাড়ির শোরুমের ক্যাশ কাউন্টারে ঢুকে আলমারি ভেঙে প্রায় ২৪ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ভল্টের ভিতর ওই টাকা রাখা ছিল। অভিযোগ, প্রথমে ভল্টটি ভাঙার চেষ্টা করে ডাকাতদল। তবে তাতে সফল না হওয়ায় ভল্টটি নিয়েই পালিয়ে যায় তারা।
প্রসঙ্গত, শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের মাটিগাড়া থানা এলাকায় গাড়ির শো রুমটি। রাত তিনটে-চারটে নাগাদ জনা কয়েক দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে এসে ওই গাড়ির শো রুমে ঢোকে। গাড়ির শোরুমে নৈশপ্রহরী হিসেবে তিনজন থাকলেও একজন শৌচকর্ম সারতে বাথরুমে গিয়েছিলেন। তখনই ডাকাতের দল বাকি দু’জনকে বেঁধে ভেতরে এক জায়গায় বসিয়ে রাখে। তারপর এগিয়ে যায় ক্যাশ কাউন্টারের দিকে। মাটিগাড়া থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার পর থেকে আতঙ্কে দোকানের কর্মীরা। ভয়ে রয়েছেন নিরাপত্তারক্ষীরাও।
advertisement
advertisement
শোরুমের ম্যানেজার বলেন, “চার-পাঁচজন ছিল। এত টাকা কোনও দিনও থাকে না। গতকাল ইদ উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকায় টাকা জমা করা যায়নি। আর সেই সুযোগই নিয়েছে ডাকাতের দল।”
advertisement
শোরুমের নিরাপত্তারক্ষী জয়দেব রায় জানিয়েছেন, “ভোরে ছ’সাতজনের একটি ডাকাত দল শোরুমে হানা দেয়। তাঁকে বেঁধে রেখে আমাদের দু’জনকে হাত-পা বেঁধে অনেক মারা হয়েছে। শোরুমের ভিতরে ঢুকে দুষ্কৃতীরা লুটপাট চালিয়ে চলে যায়।”
অনির্বাণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 30, 2023 4:04 PM IST