Siliguri News: শিলিগুড়ির গ্রামেও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট

Last Updated:

শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত মাটিগাড়া-২ পঞ্চায়েতের তুলসীনগরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটি গড়ে উঠেছে।

+
title=

শিলিগুড়ি: সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট চালু হলো শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায়। এর মাধ্যমে গ্রামের বর্জ্য, নোংরা আবর্জনা প্রক্রিয়াকরণ করা হবে। মাটিগাড়ায় এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।
শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত মাটিগাড়া-২ পঞ্চায়েতের তুলসীনগরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটি গড়ে উঠেছে। এর ফলে শিলিগুড়ি শহরের পাশাপাশি সেখানকার গ্রামীণ এলাকাতেও বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থা চালু হয়ে গেল। এর ফলে পরিবেশ রক্ষার পাশাপাশি বর্জ্য থেকে জৈব সার তৈরি হবে। যা ব্যবহার করে এখানকার কৃষকরা উন্নত মানের ফসল উৎপাদন করতে পারবেন।
advertisement
advertisement
এই প্রকল্প প্রসঙ্গে মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন, মাটিগাড়া পঞ্চায়েতের উদ্যোগে এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের পথ চলা শুরু হল। আগামীতে ধীরে ধীরে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে এই ধরনের ইউনিট খোলা হবে। এই ইউনিটের মাধ্যমে নোংরা আবর্জনা থেকে সার তৈরি হবে এবং বাকি বর্জ্য অন্যত্র সরিয়ে ফেলা হবে। এতে গ্রাম পরিষ্কার ও স্বচ্ছ থাকবে। প্রতিটি ব্লকে পৃথক পৃথক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট গড়ে তোলা হবে বলেও তিনি জানান।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: শিলিগুড়ির গ্রামেও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement