Bagdogra-Bangkok Flight: পর্যটনের প্রসারে আকাশপথে বাগডোগরা-ব্যাঙ্কক জুড়তে উদ্যোগ
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
Last Updated:
বাগডোগরার সঙ্গে থাইল্যান্ড, ভুটান ইতিমধ্যে আকাশপথে জুড়ছে। তাই আন্তর্জাতিক এই পথে সরাসরি বিমান চালানোর দাবি করা হয়েছে। এতে শুধু থাইল্যান্ড থেকেই নয়, সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকেও পর্যটকেরা উত্তরবঙ্গের দার্জিলিং, সিকিম আসতে পারবেন সহজে।
অনির্বাণ রায়, শিলিগুড়ি: বাগডোগরা-ব্যাঙ্কক সরাসরি বিমান চালানোর প্রস্তাবে সায় দিয়ে গেলেন থাইল্যান্ডের প্রতিনিধি দল। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ট্রাইরং সুওয়ানরিকির সঙ্গে শিলিগুড়িতে বণিকমহল সিআইআই-এর বৈঠক হয়। সেই বৈঠকেই পর্যটন প্রসারে এই প্রস্তাব দেওয়া হয়। প্রতি বছর ভারত থেকে অন্তত ১ মিলিয়ন পর্যটক থাইল্যান্ড বেড়াতে যান। তারমধ্যে প্রায় ৩০ হাজার পর্যটক শিলিগুড়ি, দার্জিলিং, সিকিম-সহ এই এলাকা থেকেই যান। তাঁরা সাধারণত কলকাতা, দিল্লি ও কিছু ক্ষেত্রে ভুটানের ড্রুক এয়ারওয়েজ ব্যবহার করেন। ভুটানের ওই বিমান সংস্থা বাগডোগরা বিমানবন্দর ব্যবহার করে সপ্তাহে দু’দিন করে মোট ৪ দিন যাতায়াত করে। এবার সরাসরি বিমান চালালে পর্যটকদের আগ্রহ আরও বাড়বে। তাতে লাভবান হবে দুই দেশেই।
কীভাবে দুটি দেশ পর্যটন ও বাণিজ্যে লাভবান হতে পারে তা নিয়েই সিআইআই ও থাইল্যান্ডের ওই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় শিলিগুড়ির মাটিগাড়ার একটি অভিজাত হোটেলে। সেখানেই থাইল্যান্ডের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সেদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ট্রাইরং সুওয়ানরিকি ও প্রাক্তন বাণিজ্যমন্ত্রী থারাডল থুংরুয়াং। এদিন শুধু পর্যটনেব বিষয়ই নয়, আলোচনায় উঠে আসে দু’দেশের মধ্যে বাণিজ্য নিয়েও। এদিন সিআইআই-এর চেয়ারম্যান প্রদীপ আগরওয়াল, ভাইস চেয়ারম্যান জিএস হোড়া, সভাপতি নরেন্দ্র চন্দ্র গর্গ-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে প্রবীর শীল, সঞ্জয় টিব্রুয়াল, পর্যটন প্রতিনিধি সম্রাট সান্যাল, রাজ বসু উপস্থিত ছিলেন। থাইল্যান্ড যেহেতু পর্যটন নির্ভর দেশ তাই এদিন পর্যটন নিয়েই আলোচনা হয়।
advertisement
advertisement
বাগডোগরার সঙ্গে থাইল্যান্ড, ভুটান ইতিমধ্যে আকাশপথে জুড়ছে। তাই আন্তর্জাতিক এই পথে সরাসরি বিমান চালানোর দাবি করা হয়েছে। এতে শুধু থাইল্যান্ড থেকেই নয়, সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে পর্যটকেরা উত্তরবঙ্গের দার্জিলিং-সিকিম আসতে পারবেন সহজে। থাইল্যান্ডের ওই প্রতিনিধি দলও জানিয়েছে একসময় দার্জিলিং জনপ্রিয় ছিল। তবে এখন প্রচার কমেছে। এটা বাড়াতে হবে। তাই সিআইআই-এর একটি পর্যটন প্রতিনিধি যেতে চাইছে থাইল্যান্ডে।
advertisement
সিআইআই-এর পর্যটন প্রতিনিধি সম্রাট সান্যাল বলেন, থাইল্যান্ড বৌদ্ধ ধর্মের দেশে। দার্জিলিং সিকিম-সহ এই অংশে বহু বৌদ্ধ ধর্মের মানুষ রয়েছেন। তাই পর্যটন আদান প্রদান বাড়বে। আগামী দুই বছরের মধ্যে বাগডোগরা বিরাট জায়গা নিতে চলছে। এজন্যই বাগডোগরা থেকে সরাসরি বিমান চালু করার কথা বলা হয়। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর উপদেষ্টাও বলছেন, শুরুতে বড় বিমান না হলেও ছোট বিমানও চলতে পারে। এনিয়ে দেশে গিয়ে আলোচনা করা হবে। এতে পর্যটকেরা সহজেই বেড়াতে পারবেন।
advertisement
অনির্বাণ রায়
view commentsLocation :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
June 06, 2023 7:24 PM IST