Darjeeling News: দার্জিলিঙে গড়ে উঠল দেশের সেরা পশু হাসপাতাল!
- Reported by:ANIRBAN ROY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
দার্জিলিঙে অবশেষে যে অত্যাধুনিক পশু হাসপাতালটি গড়ে উঠেছে তা দক্ষিণবঙ্গের পশু হাসপাতালগুলিকেও টেক্কা দেবে বলে বিশেষজ্ঞদের কেউ কেউ দাবি করেছেন।
দার্জিলিং: পশু চিকিৎসার ক্ষেত্রে এবার উত্তরের শিখরে জুড়ল নয়া পালক। দার্জিলিঙে পশু চিকিৎসার অত্যাধুনিক হাসপাতাল খুলল রাজ্য সরকার। দেশের কোথাও এত অত্যাধুনিক পশু হাসপাতাল নেই বলে দাবি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
প্রায় তিন মাস আগে এই অত্যাধুনিক পশু হাসপাতাল গড়ে উঠেছে দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে। যা দার্জিলিঙের চিড়িয়াখানা নামে পরিচিত। এতদিন গোটা উত্তরবঙ্গের কোথাও পশুদের চিকিৎসার জন্য অত্যাধুনিক হাসপাতাল ছিল না। দার্জিলিঙের এই হাসপাতালের হাত ধরে সেই খামতি ঘুচল বলা চলে। এই বিষয়ে পদ্মজা নাইডু পার্কের অধিকর্তা বাসবরাজ হোলেইয়াচি বলেন, আগে পশুদের যে কোনও নমুনা পরীক্ষা নিরীক্ষার জন্য দৌড়ঝাঁপ করতে হত। তবে এবার থেকে এই অত্যাধুনিক হাসপাতালেই তা সম্ভব হবে।
advertisement
আরও পড়ুন: লরির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু, আহত আরও ১
advertisement
উত্তরবঙ্গে বেশ কিছু জঙ্গল থাকলেও উপযুক্ত পশু হাসপাতালের অভাবে বন্যপ্রাণীদের চিকিৎসায় সমস্যা হচ্ছিল। তবে বেঙ্গল সাফারি পার্ক চালু হওয়ার সময়ই সেখানে একটি হাসপাতাল গড়ে তোলা হয়। যদিও পরিকাঠামোগতভাবে ওই হাসপাতাল খুব একটা উন্নত নয়। শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা হয়। ভাইরাস ঘটিত কোনও রোগে পশুরা আক্রান্ত হলে সেই দক্ষিণবঙ্গের উপরই ভরসা করতে হত। তবে দার্জিলিঙে অবশেষে যে অত্যাধুনিক পশু হাসপাতালটি গড়ে উঠেছে তা দক্ষিণবঙ্গের পশু হাসপাতালগুলিকেও টেক্কা দেবে বলে বিশেষজ্ঞদের কেউ কেউ দাবি করেছেন।
advertisement
এই হাসপাতালে পশুদের শরীরের বিভিন্ন নমুনার পরীক্ষা হবে। ইতিমধ্যেই সেখানে চিকিৎসা পরিষেবা চালু হয়ে গিয়েছে। পশুরা নতুন কোনও জটিল রোগে আক্রান্ত হলেও তা এই হাসপাতাল সহজে নির্ধারণ করে ফেলতে পারবে বলে সূত্রের খবর।
অনির্বাণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Apr 19, 2023 3:54 PM IST









