এই উপায়টা জানলে সূঁচে সুতো পরানো দারুন সোজা

Last Updated:

একটু বয়স হলেই চোখ ঝাপসা, দৃষ্টি দুর্বল, হাত নড়বড়ে। ফলে স্বাভাবিকভাবেই সূঁচে সুতো পরানোর মতো একটা সূক্ষ্ম জিনিস নিয়ে যারপরনায় নাকানিচোবানি খেতে হয় বহু মানুষকে।

#কলকাতা: একটু বয়স হলেই চোখ ঝাপসা, দৃষ্টি দুর্বল, হাত নড়বড়ে। ফলে স্বাভাবিকভাবেই সূঁচে সুতো পরানোর মতো একটা সূক্ষ্ম জিনিস নিয়ে যারপরনায় নাকানিচোবানি খেতে হয় বহু মানুষকে। অথচ সেলাই ফোঁড়াই করতে গেলে সূঁচে সুতো পরানোটা মাস্ট। উপায় কী? এই কাজে সবার আগে ডাক পড়ে বাড়ির ছোটদের। তাদের পাত্তা না পাওয়া গেলে এমন কাউকে ডেকে আনা হয় যাঁর দৃষ্টিশক্তি প্রখর। বাজারে সূঁচে সুতো পরানোর এক ধরণের মেশিনও পাওয়া যায় ঠিকই। কিন্তু এখানে এমন এক পদ্ধতির কথা বলা হবে যাতে এ বার থেকে আপনি একাই এই কাজটা করে ফেলবেন অবলীলায়। কোনও মেশিন বা কারও সাহায্য নেওয়ার দরকারই পড়বে না।
advertisement
আগে হাতের তালুতে সুতোটা রাখুন। এরপর সূঁচের ছিদ্রের দিকটা সেই সুতোর উপর রাখুন। এবার আড়াআড়ি হালকা করে ঘষতে থাকুন। ২-৩ বার ঘষার পরেই দেখবেন ধীরে ধীরে ছিদ্রের মধ্যে দিয়ে মাথা গলাচ্ছে সুতো। অনেকটা ঢুকে এলে আস্তে করে টেনে নিন সুতোটাকে। ব্যস হয়ে গেল আপনার কঠিন কাজ সহজ।
advertisement
ভিডিওতে দেখে নিন ঠিক কী ভাবে করবেন এই কাজ-
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
এই উপায়টা জানলে সূঁচে সুতো পরানো দারুন সোজা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement