লাদাখের রাস্তায় সলমনের বাইকে জ্যাকলিনের সফর!

Last Updated:

এই পথ যদি না শেষ হয়, তাহলে বাইক চড়লে বেশ হয়! জ্যাকলিনের মনের ভিতর হয়তো এই গান বেজে উঠতেই পারে, কেননা জ্যাকলিন বসেছেন সলমনের বাইকের পিছনে ৷ আর রাস্তাটা লাদাখের !

#শ্রীনগর: এই পথ যদি না শেষ হয়, তাহলে বাইক চড়লে বেশ হয়! জ্যাকলিনের মনের ভিতর হয়তো এই গান বেজে উঠতেই পারে, কেননা জ্যাকলিন বসেছেন সলমনের বাইকের পিছনে ৷ আর রাস্তাটা লাদাখের !
গপ্পোটা হল, কাশ্মীরের নানা জায়গায় ‘রেস থ্রি’ শ্যুটিংয়ে ব্যস্ত জ্যাকলিন ও সলমন ৷ আর এবার শ্যুটিংয়ের মাঝেই জ্যাকলিনকে বাইকে চড়ে লাদাখের রাস্তায় বেরিয়ে পড়লেন সলমন ৷ আর সেই গোটা সফরের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করলেন জ্যাকলিন ৷
advertisement
advertisement
কশ্মীরে হাজির সমলন খান ৷ নিজের ছবির শ্যুটিং-এ পৌঁছেছেন দুদিন আগেই ৷ সোনমার্গের দারুণ লোকেশনে চলছে রেস থ্রি ছবির শুট ৷ হাজির তাঁর নায়িকা জ্যাকলিন ৷ আর তিনিই পড়েছেন মহা সমস্যায় ৷ সমস্যায় সল্লুকে নিয়ে ৷ ভাবা যায় !
advertisement
এখন সলমনের ক্যাম্পের সদস্য পাকাপাকি ভাবে হয়ে গেছেন জ্যাকলিন ৷ কিক ছবি থেকেই এই এন্ট্রি ৷ এরপর তো পথ অনেকটাই এগিয়েছে ৷ এখন রেস থ্রিতে তিনি রয়েছেন সলমন, অনিল কাপুর, ডেজি শার সঙ্গে ৷
রেস থ্রির শ্যুটিং-এ কাশ্মীরের রোম্যান্টিক লোকেশনে সলমন-জ্যাকলিন ৷ নায়িকার খেয়াল যে রাখবেন নায়ক, সেটাই স্বাভাবিক ৷ সলমন যেন একটু বেশিই খেয়াল রাখছেন তাঁর নায়িকার ৷ বেশ ঠান্ডায় নিজের জ্যাকেকটি খুলে দিয়েছেন জ্যাকলিনকে ৷ সঙ্গে এনে দিয়েছেন গরম চা ৷ সেই চায়ে চুমুক দিয়েছেন জ্যাকলিন ৷ তবে নায়িকার মতে, কাশ্মীরের ঠান্ডা অনেকটাই কমেছে সলমনের উষ্ণতায় ৷ জ্যাকলিনের কথায় সলমন - 'Too hot to handle.' আহা, রসায়ন জমে ক্ষীর ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
লাদাখের রাস্তায় সলমনের বাইকে জ্যাকলিনের সফর!
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement