ধোনি-র কাছে প্রকাশ্যেই যা চাইলেন সাক্ষী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি

Last Updated:

আট বছরের বিবাহিত সম্পর্ক মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষী-র ৷ প্রেম যেন তাও কানায় কানায় উপচে পড়ছে ৷ আর হবে নাই বা কেন পারফরমিং স্বামীদের প্রতি স্ত্রীদের টানটা তো একটু বেশিই হয় ৷

#বেঙ্গালুরু:  আট বছরের বিবাহিত সম্পর্ক মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষী-র ৷ প্রেম যেন তাও কানায় কানায় উপচে পড়ছে ৷ আর হবে নাই বা কেন পারফরমিং স্বামীদের প্রতি স্ত্রীদের টানটা তো একটু বেশিই হয় ৷
মহেন্দ্র সিং ধোনি চিরকালই কুল কম্পোজড হলেও সাক্ষী চিরকালই একটু বেশিই শিশু সুলভ ৷ এমনিতেই এবারের আইপিএলটা ধোনির জন্য বেশি চ্যালেঞ্জিং ৷ সাক্ষীও সেটা খুব ভালোভাবেই জানেন ৷ এবার তাই আরও বেশি সাপোর্টিভ স্ত্রী সাক্ষী ৷ বুধবার বিরাটদের দলের বিরুদ্ধে ফের একবার জ্বলে ওঠেন ধোনি ৷ আর সাক্ষীকে পায় কে ৷ তাই বিয়ের এতবছর পেরিয়ে যাওয়ার পরও স্বামীর থেকে চেয়ে ফেললেন সাক্ষী ৷
advertisement
advertisement
আরে আপনি কী ভাবছেন, আর কিছু নয় সাক্ষী স্বামীর থেকে সিক্স চাইছিলেন তিনি ৷ আর সাক্ষীর সেই ওয়ান মোর সিক্স চাওয়া এখন টুইটারে ভাইরাল ৷
Photo Courtesy:      /Twittter Handle Photo Courtesy: /Twittter Handle
advertisement
Photo Courtesy:      /Twittter Handle Photo Courtesy: /Twittter Handle
আসলে এদিন গ্যালারিতে ভারতের প্রাক্তন ও বর্তমান অধিনায়কের জন্য গলা ফাটাতে হাজির ছিলেন দুই স্ত্রী-ই ৷ ধোনির জন্য গলা ফাটাচ্ছিলেন সাক্ষী আর বিরাটের জন্য গলা ফাটাচ্ছিলেন অনুষ্কা ৷ কিন্তু ‘হার কর জিতনেওয়ালো কো বাজিগর ক্যাহতে হ্যায় ’শাহরুখের এই ডায়লগে খুব একটা মন রয়েছে অনুষ্কার মনে হল না ৷ বরং গ্যালারিতে ওয়াগসের লড়াইতে সাক্ষী ‘ জো জিতা ওহি সিকন্দর’ ঢঙে আনন্দে মেতে ওঠেন ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ধোনি-র কাছে প্রকাশ্যেই যা চাইলেন সাক্ষী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement