কুম্ভমেলায় রেলের বিশেষ ছাড়! পকেট খালি করে খয়রাতি, রেলের ঘোষণায় উঠছে প্রশ্ন

Last Updated:
#নয়াদিল্লি: ট্রেনে পাঁচ টাকার টিকিটে কুম্ভমেলায়। বেনজির ছাড় স্লিপার ও এসিতেও। রেলের যুক্তি, সামাজিক দায়বদ্ধতা থেকেই এই বিপুল ভরতুকি। ফলে, আর্থিক ক্ষতিতে চলা রেলের এই খয়রাতি নিয়ে প্রশ্ন উঠছে।
১৫ জানুয়ারি থেকে চৌঠা মার্চ পর্যন্ত কুম্ভমেলা। সেজন্য ভাড়ায় বেনজির ছাড়ের ঘোষণা রেলের।
advertisement
১ টাকা আয়ে ৩.৭৯ টাকা ব্যয়!
পকেট খালি করেই খয়রাতি!
কুম্ভমেলার পর্যটকদের জন্য রেল যা ভাড়া স্থির করেছে তাতে বিপুল আর্থিক ক্ষতি স্পষ্ট।
advertisement
দেবাশিস চন্দ্র, গ্রুপ জেনারেল ম্যানেজার, আইআরসিটিসি জানিয়েছেন, আমরা তো অনেক সময় বন্যা, বা খরা বা অন্য কোনও বিপর্যয়ে ট্রেন চালাই। রেলের সোশাল কমিটমেন্ট আছে।
একটি ট্রেন কলকাতা থেকে এলাহাবাদ গেলে তাতে ভারতীয় রেলের মোট আয় হত ১১লক্ষ ৮১ হাজার ১৯৮ টাকা। আর কুম্ভমেলায় খয়রাতিতে আয় হবে মাত্র ১৩ হাজার ৯৮০ টাকা। বাকি খয়রাতির টাকা অবশ্য যোগাতে হবে আম জনতাকেই। আর তাতে রাজনৈতিক অঙ্ক কষছে কেন্দ্র।
বাংলা খবর/ খবর/দেশ/
কুম্ভমেলায় রেলের বিশেষ ছাড়! পকেট খালি করে খয়রাতি, রেলের ঘোষণায় উঠছে প্রশ্ন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement