Wrestler Protest: দিল্লিতে কুস্তিগীরদের উপর অন্যায়ের প্রতিবাদে রাস্তায় মানুষ, পিছিয়ে নেই এই জেলাও

Last Updated:

Wrestler Protest: যন্তর মন্তরের আঁচ এবার পুরুলিয়াতে , ক্রীড়া প্রেমীরা পথে নামল ন্যায় বিচারের দাবিতে!

+
একইভাবে

একইভাবে পুরুলিয়া জেলার ক্রীড়াপ্রেমীরা প্রতিবাদে সামিল হন।

পুরুলিয়া : যন্তর মন্তরের আঁচ পড়েছে গোটা রাজ্যে। আন্দোলনরত আন্তর্জাতিক পদকজয়ী কুস্তিগীরদের ন্যায় বিচারের দাবিতে পথে নামল পুরুলিয়ার ক্রীড়াপ্রেমীরা। বৃহস্পতিবার পুরুলিয়া জেলা ক্রীড়াপ্রেমীদের পক্ষ থেকে পুরুলিয়া শহরে একটি মিছিল বের হয়। মিছিলটি পুরুলিয়া মানভূম স্টেট অ্যাসোসিয়েশনের ময়দান থেকে শুরু হয়ে পুরুলিয়ার শহরের হাটের মোড় , পোস্ট অফিস মোড় , সহ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ট্যাক্সি স্ট্যান্ডে এসে শেষ হয়। এই দিনের এই মিছিলে প্রায় ২০০ থেকে ২৫০ জন ক্রীড়াপ্রেমীরা পা মেলান।
উল্লেখ্য , কুস্তিগীরদের যৌন হেনস্থা করার প্রতিবাদে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের গ্রেফতারের দাবিতে বিগত বেশ কিছু মাস ধরে আন্দোলনে নেমেছে আন্তর্জাতিক পদকজয়ী কুস্তিগীররা। সম্প্রতি নতুন সংসদ ভবনের উদ্দেশ্যে মিছিল করেন তাঁরা এবং সেই মিছিলে হঠাৎ চড়াও হতে দেখা যায় দিল্লি পুলিশকে। আটক করা হয় আন্দোলনরত কুস্তিগীরদের। এই ঘটনার পরেই প্রতিবাদের ঝড় উঠেছে গোটা দেশ জুড়ে।
advertisement
advertisement
 আরও দেখুন
ক্রমশই ক্ষোভ জন্মাতে থাকে ক্রীড়াপ্রেমীদের মনে। সর্বত্রই মানুষকে দেখা যায় প্রতিবাদে সামিল হতে। একইভাবে পুরুলিয়া জেলার ক্রীড়াপ্রেমীরা প্রতিবাদে সামিল হন। এই মিছিল থেকে অবিলম্বে ন্যায় বিচারের দাবি তোলা হয়।
advertisement
যে সকল কুস্তিগিররা প্রতিনিয়তই দেশের জন্য লড়াই করে গিয়েছেন। যারা দেশের নাম বিদেশের মাটিতেও উজ্জ্বল করেছেন তাদের এই পরিণতি কোনমতেই মেনে নিতে পারছে না ক্রীড়া প্রেমী মানুষেরা। তাই সমগ্র দেশেই প্রতিবাদের ঝড় উঠেছে।
Sarmistha Banerjee 
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Wrestler Protest: দিল্লিতে কুস্তিগীরদের উপর অন্যায়ের প্রতিবাদে রাস্তায় মানুষ, পিছিয়ে নেই এই জেলাও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement