Purulia News: একগুচ্ছ দাবী নিয়ে জেলাশাসক ও গ্রামোন্নয়ন দফতরে শ্রমজীবী মহিলারা, কী তাদের দাবি

Last Updated:

একগুচ্ছ দাবীকে সামনে রেখে জেলাশাসক দফতর ও গ্রামোন্নয়ন দফতরে মিছিল করে গেলেন শ্রমজীবী মহিলারা, কি চাইছেন তারা!

+
title=

পুরুলিয়া : পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রাম্য এলাকা গুলিতে খেটে খাওয়া মহিলা শ্রমিকদের অর্থনৈতিক উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিনিয়তই কাজ করে চলেছে শ্রমজীবী মহিলা সমিতি।‌ পশ্চিমবঙ্গের প্রায় ১২ টি জেলায় এই সমিতি কাজ করে চলেছে। পুরুলিয়া জেলাতেও শ্রমজীবী মহিলারা এই সমিতির তত্ত্বাবধানে নানান কাজ করছেন। তবে সম্প্রতি নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন শ্রমজীবী সমিতির মহিলারা।
তাই বেশ কিছু দাবি-দাওয়াকে সামনে রেখে মঙ্গলবার পুরুলিয়া রেল স্টেশন থেকে মিছিল করে পুরুলিয়া জেলাশাসকের ও গ্রামোন্নয়ন দফতরের আধিকারিকের দ্বারস্থ হন তারা। তাদের অভিযোগ, বেলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সংঘনেত্রীরা বিভিন্ন কারণে দলের সদস্যদের কাছ থেকে টাকা নিচ্ছে।
আরও পড়ুন ঃ কেন্দ্রের বিরাট স্বীকৃতি রঘুনাথপুর সুপার স্পেশালিটিকে
তার মধ্যে যেমন রয়েছে, ক্যাশ ক্রেডিট একাউন্ট খোলার জন্য ৫০০ টাকা, যেকোনো প্রতিলিপি লেখার জন্য ৫০ টাকা, ক্যাশ ক্রেডিট একাউন্ট রিনুয়ালের জন্য ৩০০ টাকা, আবর্তনীয় তহবিল পাইয়ে দেওয়ার জন্য ১০০০ টাকা। যার ফলে শ্রমজীবী মহিলারা অনেকটাই সমস্যার মধ্যে পড়েছেন।
advertisement
advertisement
এরই পাশাপাশি কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ডের দরুন ৩১ লক্ষ টাকা দেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য। সেই টাকারও যথাযথ কোন হিসেব দিতে পারছেন না তারা। তাই অবিলম্বে সংঘ নেত্রী বদল, কমিউনিটি সার্ভিস প্রোভাইডার ও বোর্ড অফ ডিরেক্টরস পরিবর্তনের দাবী জানাচ্ছেন তারা।
আরও পড়ুন ঃ আড়ম্বরের সঙ্গে পালিত হল শ্রাবণী মেলা, রইল ভিডিও…
এ বিষয়ে জেলা গ্রামোন্নয়ন সংস্থার প্রজেক্ট ডাইরেক্টর সুকুমার বৈদ্য বলেন, বিষয়টি নিয়ে আমরা খুব শীঘ্রই একটি মিটিংয়ে বসব। অভ্যন্তরীণ কোন সমস্যা যদি থেকে থাকে তা অতিসত্বর সমাধানের চেষ্টা করা হবে। ডিআরডিসি সমস্ত দিক থেকেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পাশে থেকেছে, আগামী দিনেও তাদের পাশে থাকবে।
advertisement
শ্রমজীবী মহিলা সমিতির দাবি‌ গুলিকে মান্যতা দেওয়ার জন্য বেশ কিছুক্ষণের জন্য পথ অবরোধ করেন শ্রমজীবী মহিলারা। আগামী দিনের তাদের এই সমস্যা সমাধান হয় কিনা সেটাই এখন দেখার।
শমিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: একগুচ্ছ দাবী নিয়ে জেলাশাসক ও গ্রামোন্নয়ন দফতরে শ্রমজীবী মহিলারা, কী তাদের দাবি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement