Purulia News: ১৯ দফা দাবিতে ডেপুটেশন আদিবাসী সেঙ্গেলের

Last Updated:

২০০৬ বনধিকার আইন মোতাবেক এফআরসি গঠন করতে, ‌ আদিবাসীদের পাট্টা প্রদান, বন্ধ হয়ে যাওয়া আদিবাসী হোস্টেলগুলি পুনরায় চালু করার মত দাবি তুলে ধরা হয়

+
title=

পুরুলিয়া: ১৯ দফা দাবিকে সামনে রেখে পথে নামল আদিবাসী সেঙ্গেল অভিযানের পুরুলিয়ার বাগমুন্ডি ব্লক কমিটি। ‌ মঙ্গলবার তাদের দাবিগুলিকে সামনে রেখে ছাতাটাঁড় মাঠ থেকে একটি মিছিল করে বাগমুন্ডি ব্লক অফিসে যায় আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা। ‌ সেখান থেকে তারা বিডিওর দ্বারস্থ হন। ‌ তাঁদের দাবি সম্মিলিত একটি স্মারকলিপি বিডিওর হাতে তুলে দেন।
এই কর্মসূচি প্রসঙ্গে আদিবাসী সেঙ্গেল অভিযানের বাগমুন্ডি ব্লক সভাপতি রামপদ সরেন বলেন, ২০০৬ বনধিকার আইন মোতাবেক এফআরসি গঠন করতে, ‌ আদিবাসীদের পাট্টা প্রদান, বন্ধ হয়ে যাওয়া আদিবাসী হোস্টেলগুলি পুনরায় চালু করা, স্কুলের ছাত্র সংখ্যার অনুপাতে শিক্ষক নিয়োগের মত দাবি-দাওয়াকে সামনে রেখে এই ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়েছে। যত দ্রুত সম্ভব এই দাবিগুলি পূরণ করতে হবে বলে জানান তিনি। ‌
advertisement
advertisement
এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন আদিবাসী সেঙ্গেল অভিযানের ব্লক সভাপতি রামপদ সরেন , সভাপতি সুনীল হাঁসদা, ব্লক জেডিপি সভাপতি ছুটুলাল মুর্মু সহ মাঠা ও অযোধ্যা অঞ্চলের আদিবাসী সেঙ্গেলের সদস্যরা। পুরুলিয়া আদিবাসী অধ্যুষিত জেলা। তার উন্নয়নে সদা সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করে রাজ্য সরকার। আদিবাসী সমাজের আশা, এবারেও তাঁদের দাবিগুলি মেনে নিয়ে পাশে থাকবে রাজ্য প্রশাসন।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: ১৯ দফা দাবিতে ডেপুটেশন আদিবাসী সেঙ্গেলের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement