Purulia News : পথ ভুলে ঘুরতে ঘুরতে ঝাড়খণ্ড থেকে পুরুলিয়ায়, মানসিক ভারসাম্যহীন ফিরে গেলেন বাড়ি
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
ঝাড়খণ্ডের মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঠাঁই হয় পুরুলিয়া পুরসভার ভবঘুরে আশ্রমে। শেষ পর্যন্ত পরিবারের সন্ধান পাওয়ায় আবার ফিরে যেতে পারলেন বাড়িতে।
#পুরুলিয়া : আশ্রয়হীন ও ভবঘুরে মানুষদের আশ্রয়স্থল হিসেবে জন্য গত ২৬ নভেম্বর থেকে পুরুলিয়া শহরে পথ চলা শুরু হয়েছে ভবঘুরে আশ্রমের। রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া ওই ভবঘুরে আশ্রমের উদ্বোধন করেছিলেন। এই আশ্রম তত্ত্বাবধানের দায়িত্বভার বর্তায় পুরুলিয়া পুরসভার উপর। সম্প্রতি সেখানে আশ্রয় নেওয়া এক মানসিক ভারসামহীন ব্যক্তিকে পরিবারের হাতে তুলে দেওয়া হল পুরসভার পক্ষ থেকে।
কিছুদিন আগে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিজের বাড়ির সামনে দেখতে পান পবন দাগা নামে স্থানীয় এক বাসিন্দা। তাঁকে উদ্ধার করে প্রথমে নিজের বাড়িতে আশ্রয় দেন। এরপর তিনি খবর দেন পুরুলিয়া সদর থানার পুলিশকে। পুলিশের সাহায্যে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পুরসভা পরিচালিত ভবঘুরে আশ্রমে নিয়ে যাওয়া হয়। এরপরই তাঁর পরিচয় জানতে শুরু হয় খোঁজাখুঁজি। শেষ পর্যন্ত তাতে ফল হয়। পুরসভা ও পুলিশের প্রচেষ্টায় তাঁর পরিচয় জানা সম্ভয় হয়। জানা যায় ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির বাড়ি ঝাড়খণ্ডের রামগড়।
advertisement
advertisement
এরপরই পুরুলিয়া পুরসভার পক্ষ থেকে ঝাড়খণ্ডে ওই ব্যক্তির বাড়িতে খবর পাঠানো হয়। তাঁরা ভবঘুরে আশ্রমে এসে হাজির হন পরিজনকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। পুরুলিয়া পুরসভার পক্ষ থেকে আইন মেনে ওই ব্যক্তিকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এই বিষয়ে পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালী বলেন, "এই সকল মানুষদের জন্যই ভবঘুরেদের আশ্রম তৈরি করা হয়েছে। এই ভবঘুরে আশ্রমে তৈরি হওয়ার ফলে অনেক মানুষই উপকৃত হবেন।"
advertisement
পুর কর্তৃপক্ষ ও পুলিশের উদ্যোগে আপনজনকে ফিরে পেয়ে খুশি ভবঘুরে ওই ব্যক্তির পরিবারের সদস্যরা। পুরসভা ও প্রশাসনকে ধন্যবাদ জানান ওই ভবঘুরের পরিবারের সদস্যরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 09, 2023 3:52 PM IST
