Purulia News : পুরুলিয়ায় জাতীয় লোক আদালতের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি! উপকৃত হবেন বহু মানুষ
- Published by:Anulekha Kar
- hyperlocal
Last Updated:
রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পুরুলিয়া জেলাতে জাতীয় লোক আদালতের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি নেওয়া হয়।
পুরুলিয়া: যেকোনও মামলা থেকে দ্রুত নিষ্পত্তি পাওয়ার জন্য তৈরি করা হয়েছে লোক আদালত। গোটা ভারত বর্ষ জুড়ে জাতীয় লোকো আদালতের দ্বিতীয় দফার কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল শনিবার।
মূলত বহু মানুষ যারা দীর্ঘদিন ধরে নানান সমস্যা নিয়ে আদালতের চক্কর কাটছেন তাদের কিছুটা সুরাহা দিতে এই লোক আদালতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আদালতে জারি হওয়া বেশ কিছু মামলার মধ্যে যে মামলা গুলি লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব সেই মামলা গুলির রায়দান করা হয় জাতীয় লোক আদালতের মাধ্যম দিয়ে।
advertisement
advertisement
রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পুরুলিয়া জেলাতে জাতীয় লোক আদালতের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি নেওয়া হয়। পুরুলিয়া সদর কোটে ১০ বেঞ্চ , রঘুনাথপুর সাব ডিভিশনের ৩ টি বেঞ্চ ও ডিস্ট্রিক্ট কনজিউমার ফোরামে ১ বেঞ্চ হয় তৈরি করা হয় জাতীয় লোক আদালতের জন্য।
advertisement
পুরুলিয়া জেলা জুড়ে মোট ১৪ বেঞ্চে লোকো আদালতের মাধ্যমে বিভিন্ন মামলার নিষ্পত্তি করা হয়। এই দিন প্রায় ৬০০০ এর ও বেশি মানুষ লোক আদালতের দারস্ত হয়েছিলেন। এই লোক আদালতের ফলে বহু মানুষ উপকৃত হয়েছে বলে জানা গিয়েছে আদালত কর্তৃপক্ষের পক্ষ থেকে।
advertisement
মূলত আদালতে যে পর্যায়ক্রমে মামলা চলে তাতে মামলার নিষ্পত্তি হতে অনেকটাই সময় লেগে যায়। সেখানে লোক আদালতের মাধ্যমে বিনামূল্যে আপস যোগ্য যে কোন মামলার থেকে দ্রুত নিষ্পত্তি পাওয়া যায়। এ লোক আদালত তৈরি হওয়ার ফলে মানুষের যেমন অনেক উপকার হয়েছে তেমনি আদালতে কাজের চাপও অনেকটাই কমেছে। সাধারণ মানুষের স্বার্থে লোক আদালতের উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে পড়া হয়।
advertisement
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2023 10:07 PM IST





