Election 2023 Death: গুলি-বোমার সন্ত্রাস নয়! অন্য আতঙ্কে কাঁটা ভোটকর্মীরা, আচমকা হাসপাতালে ভর্তি পোলিং অফিসার

Last Updated:

Panchayat Election 2023: ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যেই ঘটে গেল রোমহর্ষক ঘটনা, সাপের ছোবলে অসুস্থ হয়ে পড়েন ভোটকর্মী...

সাপের ছোবলে আহত ভোট কর্মী
সাপের ছোবলে আহত ভোট কর্মী
পুরুলিয়া: সাপের কামড়ে গুরুত্বর জখম হয়ে হাসপাতালে ভর্তি এক ভোট কর্মী। ঘটনা পুরুলিয়ার হুড়া থানার অন্তর্গত জজডি প্রাথমিক বিদ্যালয়ের। আহত ভোট কর্মীর নাম সুদীপ ঘোষাল। বাড়ি পুরুলিয়া মফস্বল থানার বিলতোড় গ্রামে। তিনি পুরুলিয়া শহরের গান্ধি হাই স্কুলের শিক্ষক। তিনি এই বুথে ফার্স্ট পোলিং অফিসার হিসাবে কাজ করছিলেন।
প্রসঙ্গত, শুক্রবার বিকেলে হুড়া জজডি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পর নিজের সমস্ত কাজ সম্পন্ন করে সন্ধ্যার সময় বিদ্যালয়ে লাগোয়া জঙ্গলে দিকে ঘোরাফেরা করছিলেন তিনি। সেই সময়ই একটি বিষধর সাপ তার পায়ের ছোবল মারে। তড়িঘড়ি বুথের অন্যান্য ভোট কর্মীরা খবর দেন হুড়ার সেক্টর অফিসে। ঘটনার খবর জানতে পেরেই সেক্টর অফিসাররা ওই বুথে এসে সুদীপ ঘোষালকে গাড়িতে করে নিয়ে গিয়ে হুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে দেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মালদহে নিহত তৃণমূল কর্মী, বিজেপির পোলিং এজেন্টকে পিটিয়ে খুন কোচবিহারে
হাসপাতাল থেকে তাঁকে অ্যান্টিভেনাম দেওয়া হয়। এ বিষয়ে ঘোড়ার ভিডিও তথা রিটার্নিং অফিসার ধ্রুবাঙ্কু ঠাকুর বলেন, সাপের ছোবলে এক ভোট কর্মী জখম হয়েছে। তিনি বর্তমানে হুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। ‌ভোট কর্মীর এ হেন অবস্থার কারণে ওই বুথে রিসার্ভে থাকা এক ভোট কর্মীকে পাঠানো হয়েছে। এই ঘটনার পর থেকেই আতঙ্কিত বাকি ভোট কর্মীরা।‌ যদিও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত ওই ভোট কর্মীর ডান পায়ে সাপে কামড়েছে। বর্তমানে আহত ভোট কর্মী সুদীপ ঘোষালের অবস্থা স্থিতিশীল। অবসারভেশনের জন্য তাকে হাসপাতালে রাখা হয়েছে।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Election 2023 Death: গুলি-বোমার সন্ত্রাস নয়! অন্য আতঙ্কে কাঁটা ভোটকর্মীরা, আচমকা হাসপাতালে ভর্তি পোলিং অফিসার
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement