Purulia News : সেচের অভাবে ক্ষতিগ্রস্ত আম চাষ, বিপাকে চাষীরা!

Last Updated:

নেই বৃষ্টির দেখা, না আছে সেচ ব্যবস্থা, আমের ফলন দেখে মাথায় হাত চাষীদের! বাগানে অনেক গাছ মরে গিয়েছে। আমের ফলনও আগের মত ভাল হয়নি।

+
সেঁচের

সেঁচের ব্যবস্থা না থাকায় বিপাকে আম চাষ

পুরুলিয়া : দীর্ঘদিন ধরে বৃষ্টির দেখা নেই পুরুলিয়া জেলায়। তার উপর রয়েছে জল সেচের অভাব। যার ফলে ধুকছে পুরুলিয়া এক নম্বর ব্লকের ভান্ডার পোয়াড়া এলাকার আম চাষ। তীব্র গরমের দাবদাহ এর মধ্যে সেচ ব্যবস্থা না থাকার কারণে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে আম চাষ। বিষয়টি নিয়ে বারংবার প্রশাসনকে জানিয়েও কোনও সূরাহা মেলেনি বলে অভিযোগ চাষীদের। বাগানের এক চাষের দাবি , জল সেচের ব্যবস্থা না থাকার কারণে বাগানে অনেক গাছ মরে গিয়েছে। আমের ফলনও আগের মত ভাল হয়নি। প্রশাসনের পক্ষ থেকে যদি সেচ ব্যবস্থা করা হয় তাহলে চাষের ক্ষেত্রে তাদের অনেকটাই উপকার হবে।
এ বিষয়ে ওয়াটার সেড প্রকল্পের চেয়ারম্যান জালাল উদ্দিন আনসারী বলেন , সেচ ব্যবস্থা না থাকার কারণে গাছের যেমন ক্ষয়ক্ষতি হয়েছে , তেমনি আমের সাইজও অনেকটা ছোট হয়ে গিয়েছে। ফলনও আগের তুলনায় অনেকটা কমে গিয়েছে।
advertisement
advertisement
এই আম চাষের উপর নির্ভর করে অনেক চাষীর রুটি রুজি চলে। পাশাপাশি চাষের কাজের রক্ষনাবেক্ষনের দায়িত্বে থাকা ষোল আনা কমিটিকে এর লভ্যাংশ দিতে হয়। যা দিয়ে গ্রামের উন্নয়নের কাজ করা হয়। তাই আম বাগানের উপর অনেক কিছুই নির্ভর করে।
প্রসঙ্গত , তথাকালীন বাম আমলে পুরুলিয়ার এক নম্বর ব্লকের ভান্ডার পোয়ারা এলাকায় সরকারের ওয়াটার সেড প্রকল্পের আয়তায় তিনটি আমবাগান তৈরি করা হয়েছিল। বিকল্প কর্মসংস্থানের আশায় এই বাগান তৈরি করা হয়েছিল। ভান্ডার পোয়ারা , ভান্ডার পোয়ারা বস্তি ও ময়রাডি।
advertisement
ভান্ডার পোয়ারা বস্তি বাগানের পরিমাণ প্রায় ১৫ বিঘা‌। সেখানে ৩০০০ এর মত আম গাছ রয়েছে। ভান্ডার পোয়ারার বাগানের পরিমাণ ৯ বিঘা। সেখানে ২,৩০০ টি আম গাছ রয়েছে এবং ময়রাডি বাগানে প্রায় আট বিঘা জমি রয়েছে। সেখানে ১,৮০০ মত আম গাছ আছে।
advertisement
মূলত আম্রপালি জাতের আম চাষ হয়ে থাকে এই বাগান গুলিতে। বহু মানুষ এই বাগান থেকে আম কিনতে আসেন। কিন্তু এ-বছর আমের ফলন যথাযথ না হওয়ায় মন ভার চাষীদের। সেচ ব্যবস্থা হলে আম চাষ আবারও আগের মত হবে বলে আশা করছেন চাষীরা।
শমিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News : সেচের অভাবে ক্ষতিগ্রস্ত আম চাষ, বিপাকে চাষীরা!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement