Purulia News: চার মাস ধরে পেনশন বন্ধ, বিপাকে ঝালদা পুরসভার অবসরপ্রাপ্তরা

Last Updated:

গত চার মাস ধরে পেনশন পাচ্ছেন না ঝালদা পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা। ফলে সংসারে শুরু হয়েছে আর্থিক অনটন। এই পরিস্থিতিতে শুক্রবার ঝালদার পুরপ্রধানের সঙ্গে দেখা করলেন তাঁরা

+
title=

পুরুলিয়া: চার মাস হয়ে গেল পেনশন পাচ্ছেন না। ফলে চরম বিপাকে পড়েছেন ঝালদা পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা। অনেকেরই পেনশন না পাওয়ায় সংসারে হাঁড়ি চড়ছে না। বাধ্য হয়ে শুক্রবার অবসরপ্রাপ্ত কর্মীরা ঝালদা পুরসভার আধিকারিকদের সঙ্গে দেখা করলেন।
দীর্ঘদিন পেনশন না পাওয়ায় তাঁরা চরম বিপদের মধ্যে পড়েছেন বলে জানান অবসরপ্রাপ্ত কর্মীরা। দোকান-বাজারে ধার হয়ে গেছে অনেক টাকা। এদিন পুরপ্রধান শিলা চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাঁরা দ্রুত পেনশনের টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানা।
advertisement
অবসরপ্রাপ্তদের দাবি প্রসঙ্গে পুরপ্রধান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দরবার করার পর অবশেষে পেনশনের টাকা এসে পৌঁছেছে। খুব শীঘ্রই পুরসভা তা অবসরপ্রাপ্ত কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে।
advertisement
পুরপ্রধানের এই আশ্বাসে হাঁফ ছেড়ে বেঁচেছেন ঝালদা পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা। তাঁরা কিছুটা মনে শান্তি নিয়ে বাড়ি ফিরে যান। তার আগে জানিয়েছেন, ফের যদি পেনশনের টাকা নিয়ে কোনও সমস্যা হয় তবে তাঁরা আন্দোলনের পথে হাঁটবেন।
শমিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: চার মাস ধরে পেনশন বন্ধ, বিপাকে ঝালদা পুরসভার অবসরপ্রাপ্তরা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement