Purulia News: কবিপ্রণাম অনুষ্ঠানে পুরুলিয়ায় কুড়মালি ভাষায় রবীন্দ্রসঙ্গীত, যা মন ছুয়ে গেল সকলের, রইল ভিডিও

Last Updated:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি পুরুলিয়া জেলার তথ্য ও সংস্কৃত দফতরে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচ , গান , আবৃত্তি‌ বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালিত হয়।

+
রবীন্দ্র

রবীন্দ্র জন্মজয়ন্তী পালন পুরুলিয়ায়

পুরুলিয়া: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তীর পালিত হচ্ছে গোটা রাজ্য জুড়ে। কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে নানান সরকারি ও বেসরকারি কর্মসূচির আয়োজন করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি পুরুলিয়া জেলার তথ্য ও সংস্কৃত দফতরে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচ , গান , আবৃত্তি‌ বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালিত হয়।
এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বাংলা ভাষার পাশাপাশি কুড়মালি ভাষাতেও রবীন্দ্রসঙ্গীতের উপস্থাপনা। যা সকলেই খুব পছন্দ করেন। ২৫শে বৈশাখের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রজত নন্দা, এডিএম আদিত্য মোহন হিরানি, পুরুলিয়া জেলা পরিষদের কো মেন্টর জয় বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিয়তি মাহাত, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মাহালী, মানভূম কালচার অ্যাকাডেমির চেয়ারম্যান হংসেশ্বর মাহাত সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা।‌
advertisement
advertisement
উপস্থিত বিশিষ্ট জনেরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ও কবিগুরুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করেন। উপস্থিত বক্তারা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মানব জীবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সম্পর্কে বিস্তর আলাপ আলোচনা করেন। কবিগুরুর স্মৃতিচারণ এর মধ্যে দিয়েই পালিত হয় সমগ্র অনুষ্ঠানটি। বহু কবিপ্রেমীদের সমাগম হয়েছিল কবি প্রণামের এই অনুষ্ঠানে। সমগ্র অনুষ্ঠানকে ঘিরে সেজে উঠেছিল জেলা তথ্য ও সংস্কৃত দফতর।
advertisement
পুরুলিয়া খবর | Latest Purulia News
শমিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: কবিপ্রণাম অনুষ্ঠানে পুরুলিয়ায় কুড়মালি ভাষায় রবীন্দ্রসঙ্গীত, যা মন ছুয়ে গেল সকলের, রইল ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement