Purulia News: ‘শিক্ষারত্ন’ সম্মানে ভূষিত হচ্ছেন পুরুলিয়ার এই শিক্ষক! আবেগে আপ্লুত ছাত্রছাত্রী থেকে গ্রামবাসী
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
শিক্ষকদের বিশেষ সম্মান প্রদান করতে রাজ্য সরকার 'শিক্ষারত্ন' পুরস্কার প্রদান করে থাকেন। ২০২৩ শিক্ষাবর্ষে পুরুলিয়া থেকে যে সকল শিক্ষকরা শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত হচ্ছেন তাদের মধ্যে অন্যতম পুরুলিয়ার কেশরগড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনু চক্রবর্তী।
পুরুলিয়া: শিক্ষকদের বিশেষ সম্মান প্রদান করতে রাজ্য সরকার ‘শিক্ষারত্ন’ পুরস্কার প্রদান করে থাকেন। ২০২৩ শিক্ষাবর্ষে পুরুলিয়া থেকে যে সকল শিক্ষকরা শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত হচ্ছেন তাদের মধ্যে অন্যতম পুরুলিয়ার কেশরগড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনু চক্রবর্তী। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও বিশেষ কাজের জন্য তিনি শিক্ষারত্ন পুরস্কারে মনোনীত হয়েছেন।
আগামী ৫ সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন এই পুরস্কার তাঁর হাতে তুলে দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁর নাম ঘোষনা হওয়ার পরেই আবেগে আপ্লুত হয়ে উঠেছে গোটা বিদ্যালয়। শুধুমাত্র বিদ্যালয়ের মধ্যেই এই আনন্দের জোয়ার সীমাবদ্ধ নেই।
advertisement
শান্তনু চক্রবর্তী একসময় শিক্ষকতা করতেন আড়শা ব্লকের বামুনডিহা প্রাথমিক বিদ্যালয়ে। তাঁর শিক্ষারত্ন প্রাপ্তির খবর সেই গ্রামে পৌঁছালে সেখানকার মানুষেরাও সীমাহীন আবেগে ভাসছেন। তাঁর এই সাফল্যে গর্বিত গ্রামবাসীরা।
advertisement
এ বিষয়ে শিক্ষক শান্তনু চক্রবর্তী বলেন, তিনি গর্বিত তাঁকে এই সম্মান প্রদান করার জন্য। তাঁর দায়িত্ব অনেকখানি বেড়ে গেল। সকলকে নিয়ে আগামী দিনে বিদ্যালয়কে সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য।
শিক্ষক দিবসের দিন গোটা রাজ্যের মধ্যে থেকে মোট ৬১ জন শিক্ষককে শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত করবে শিক্ষা দফতর। এরই পাশাপাশি এই দিন চলতি বছরের কৃতী ছাত্র-ছাত্রীদেরও বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হবে বলে জানা গিয়েছে শিক্ষা দফতরের পক্ষ থেকে।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 04, 2023 1:37 PM IST