Purulia Paranormal: অপদেবতার অভিশাপ? কুসুম গাছ কেটে ফেলায় ঘটছে বার বার দুর্ঘটনা? রহস্য উন্মোচনে বিজ্ঞানমঞ্চ
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Purulia Paranormal: চার বছর আগে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ করার সময় কেটে ফেলা হয় ওই গাছ দুটি। অভিযোগ, তার পরই বলরামপুর এর নামশোলে প্রতিনিয়ত ঘটে চলেছে একের পর এক ভয়াবহ পথ দুর্ঘটনা।
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া : কোনও প্রেতাত্মারউপস্থিতি? কুসুম গাছ কেটে ফেলার কারণেই নামশোলে বারে বারে ঘটছে দুর্ঘটনা, ধারণা স্থানীয়দের। সত্যের উদঘাটন করল বলরামপুর নাগরিক সুরক্ষা কমিটি ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ! স্থানীয় সূত্রে জানা গিয়েছে , ওই এলাকায় আগে ছিল দুটি কুসুম গাছ। সেখানে পুজো হত। কিন্তু চার বছর আগে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ করার সময় কেটে ফেলা হয় ওই গাছ দুটি। অভিযোগ, তার পরই বলরামপুর এর নামশোলে প্রতিনিয়ত ঘটে চলেছে একের পর এক ভয়াবহ পথ দুর্ঘটনা।
এলাকার মানুষের দাবি,এই এলাকায় আগে যখন কুসুম গাছ দুটি ছিল তখন এত বেশি দুর্ঘটনা ঘটত না। ওই গাছগুলি কাটার পর থেকেই দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। তারাও বিষয়টি নিয়ে কিছুটা ভয়ের মধ্যে রয়েছেন। এই মর্মান্তিক পথ দুর্ঘটনা গুলির পিছনে কোনও ভৌতিক কারণ নাকি জাতীয় সড়ক নির্মাণের কোনও খামতি রয়েছে? তা দেখতেই নাগরিক মঞ্চ ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নামশোল এলাকায় যান।
advertisement
আরও পড়ুন : শুধু Junk বা Fast Food নয়! লিভারকে কুরে কুরে ফোঁপড়া করে এই চেনা ৩ খাবার! ফ্যাটি লিভার হয়ে ধরে পচন!
এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন তাঁরা। এ বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বলরামপুর কেন্দ্রের সভাপতি হিকিম চন্দ্র মাঝি বলেন , ‘‘এলাকার মানুষজন যে কথা বলছেন তা পুরোপুরি ভিত্তিহীন। এই কথার কোনও যুক্তি নেই। না আছে কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা। সম্পূর্ণই অপপ্রচার করা হচ্ছে। কীভাবে এই দুর্ঘটনা এড়ানো যায়, সে বিষয়ে দৃষ্টিপাত করা উচিত।’’
advertisement
advertisement
প্রসঙ্গত সম্প্রতি পুরুলিয়ার বলরামপুর দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। বিশেষ করে নামশোল এলাকায় রোজই একের পর এক দুর্ঘটনা ঘটছে। আর তাতেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন জেলার মানুষজন।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 23, 2025 8:48 PM IST