Purulia News : ‘জঞ্জাল মুক্ত করতে হবে’, পুরুলিয়াকে ‘ক্লিন’ করার লক্ষ্যে অভিনব উদ্যোগ পৌরসভার
- Published by:Ankita Tripathi
Last Updated:
পুরুলিয়া শহরকে স্বচ্ছ ও আবর্জনা মুক্ত করে তুলতে সচেতনতামূলক র্যালির আয়োজন
পুরুলিয়া : পুরুলিয়া শহরকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে ক্লিন সিটির ডাক দিয়েছে পুরুলিয়া পৌরসভা । শহরের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য ইতি মধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে। প্রায় প্রতিনিয়তই সাফাই কর্মীরা শহরের বিভিন্ন এলাকার অলিতে , গলিতে পৌঁছে যান শহরকে জঞ্জালমুক্ত করতে । কিন্তু তবুও দেখা যায় শহরের বিভিন্ন জায়গায় আবর্জনা পড়ে থাকতে৷ বিশেষত থার্মোকলের সামগ্রী ও অপচনশীল প্লাস্টিক যত্রতত্র পড়ে থাকতে দেখা যায়।
এবার পুরুলিয়া শহরকে জঞ্জাল মুক্ত করতে ও থার্মোকল এবং অপচনশীল প্লাস্টিক মুক্ত করতে সচেতনতামূলক একটি র্যালির আয়োজন করা হয় পৌরসভার উদ্যোগে । এই র্যালিতে মূলত স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন দলের মহিলারা পা মেলান ।
advertisement
এই বিষয়ে পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মাহালী বলেন , মানুষকে সচেতন করার বার্তা নিয়ে এই র্যালির আয়োজন করা হয়েছে। যার নাম দেয়া হয়েছে 'স্বচ্ছতম যাত্রা'। মানুষ যাতে তাদের প্রতিদিনের আবর্জনা যত্রতত্র না ফেলে , থার্মোকলের কাপ যাতে ব্যবহার না করা হয় , অপচনশীল প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার বার্তা দেওয়া হয় এই র্যালি থেকে। র্যালিটি শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে এই দিন।
advertisement
পুরুলিয়া শহরকে জঞ্জাল ও আবর্জনা মুক্ত করার লক্ষ্যেই পুরুলিয়া পৌরসভার এই উদ্যোগ। স্বচ্ছ শহর গড়ার বার্তা মানুষের মধ্যে পৌঁছে দিতে পারলে আগামী দিনে পরিবেশের ভারসাম্য অনেকটাই বজায় থাকবে। পুরুলিয়া পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শহরবাসী।
শর্মিষ্ঠা ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2023 5:27 PM IST