Inspirations: দুরারোগ্য অসুখেও থামেনি পায়ের নূপুরের ছন্দ! অনন্য পারফরম্যান্সে মন কাড়লেন ক্যানসারজয়ী নৃত্যশিল্পী

Last Updated:

Inspirations: 'শিল্পী'র হার না মেনে নেওয়ার লড়াই , হারিয়ে যেতে দেননি নিজের নৃত্যকলাকে!

+
ক্যান্সারকে

ক্যান্সারকে হারিয়েছেন নৃত্যশিল্পী 'শিল্পী'

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া : ক্যানসার হারাতে পারেনি শিল্পীর শিল্পসত্তাকে। লড়াই কঠিন হলেও হাল ছাড়েননি লড়াকু এই নৃত্যশিল্পী। তার নাম শিল্পী ঘোষ সুরাল। অদম্য মনের জোরেই ক্যানসারের মতো দুরারোগ্য রোগের সঙ্গে লড়াই শুরু হয় তাঁর। এই দুরারোগ্য রোগের মাঝেও নিজের নৃত্যকলা বাঁচিয়ে রেখেছিলেন তিনি। ‌দীর্ঘ লড়াইয়ের পর ক্যানসারজয়ী হন নৃত্যশিল্পী তথা শিক্ষিকা শিল্পী ঘোষ সুরাল।
লড়াকু এই নৃত্যশিল্পীকে সংবর্ধনা জানাল মানবাজার নৃত্যম কলাকেন্দ্র। মানবাজার পাথরমহড়া রাধা গোবিন্দ হলে নৃত্যম কলা কেন্দ্রের পক্ষ থেকে উত্তরীয়, পুস্পস্তবক দিয়ে লড়াকু এই নৃত্য শিল্পীকে সংবর্ধনা জানান হয়।
এ বিষয়ে বঙ্গীয় সঙ্গীত পরিষদের পরীক্ষক ও সারেঙ্গা মিউজিক কলেজের অধ্যক্ষা শিল্পী ঘোষ সুরাল বলেন, প্রথম যখন তাঁর ক্যানসার ধরা পড়ে, তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি ভেবেই নিয়েছিলেন তিনি আর বাঁচবেন না। কিন্তু তার নৃত্যশিক্ষার গুরু ও পরিবারের সকলে তাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেননি। মনের জোরে তিনি আবারও ঘুরে দাঁড়াতে পেরেছেন।
advertisement
advertisement
আরও পড়ুন : গোল্লায় যাক হাজার হাজার টাকার হেয়ার টনিক! সপ্তাহে ২ দিন মাখুন এই ‘সবজির’ রস! ৭ দিনে গজাবে নতুন চুল! গ্যারান্টি!
কথায় আছে, মনের প্রবল জোর থাকলে যে কোনও অসম্ভবকে সম্ভব করে দেখান যায়। ‌ বাস্তবে সেই কাজই করে দেখিয়েছেন নৃত্যশিল্পী তথা শিক্ষিকা শিল্পী ঘোষ সুরাল। আগামী দিনেই তিনি সকলের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন বলে মনে করছে জেলাবাসী।
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Inspirations: দুরারোগ্য অসুখেও থামেনি পায়ের নূপুরের ছন্দ! অনন্য পারফরম্যান্সে মন কাড়লেন ক্যানসারজয়ী নৃত্যশিল্পী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement