Purulia News: জলের জন্য সংগ্রাম! নদীর বালি কেটে পেতে হয় তৃষ্ণা নিবারণের পানীয়
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
প্রতিদিন এখানকার মানুষ নদীর পাড়ে গিয়ে বালি কেটে এক বিশেষ ধরনের গর্ত তৈরি করে। সেখানে বালির উপরিভাগে যে স্বচ্ছ জল জমা হয় তা বাটি, গ্লাস, থালা দিয়ে একটু একটু করে কাটিয়ে বালতি ও কলসি ভর্তি করেন তাঁরা!
পুরুলিয়া: জলের অপর নাম জীবন। ছোটবেলায় বইতে এটা সকলেই পড়েছে। সেই ‘জীবন’ লাভের জন্য মানুষকে কতটা সংগ্রাম করতে হয় তা পুরুলিয়ার গোঠরি গ্রামে না গেলে কল্পনাও করতে পারবেন না! পানীয় জল সংগ্রহের জন্য প্রতিদিন এখানকার মানুষ নদীর পাড়ে গিয়ে বালি কেটে এক বিশেষ ধরনের গর্ত তৈরি করে। সেখানে বালির উপরিভাগে যে স্বচ্ছ জল জমা হয় তা বাটি, গ্লাস, থালা দিয়ে একটু একটু করে কাটিয়ে বালতি ও কলসি ভর্তি করেন তাঁরা! এ যেন জলের জন্য সংগ্রাম।
পুরুলিয়ার ঝালদা-২ ব্লকের গোঠরি গ্রামে একটিও নলকূপ নেই। তাই বছরের পর বছর ধরে এইভাবেই নদীর জল সংগ্রহ করে তা পান করে আসছে এখানকার মানুষ। জল সংগ্রহের এই সংগ্রামের দৃশ্য ধরা পড়েছে আমাদের ক্যামেরায়।
advertisement
advertisement
শিশু থেকে বৃদ্ধ গোঠরি গ্রামের সকলেই এইভাবে পানীয় জল সংগ্রহ করতে ছোটেন। গ্রামবাসীরা জানালেন, প্রতিদিন সকালে ও বিকেলে নদীর বালি সরিয়ে গর্ত করে জল বার করে সেই জল সংগ্রহ করতে হয় তাঁদের। অভিযোগ, বারবার গ্রামের পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানকে জানিয়েও এই সমস্যার সুরাহা হয়নি। বর্ষার সময় এইভাবে পানীয় জল সংগ্রহ করতে সবচেয়ে বেশি সমস্যা হয় বলে জানা গিয়েছে। কারণ সেই সময়ে চারিদিকে জল থৈ থৈ করে বলে নদীর বালি কেটে স্বচ্ছ জল পাওয়াটা বেশ কঠিন হয়ে ওঠে। গোঠরি গ্রামের মানুষের একটাই বক্তব্য, আর কতদিন এইভাবে জলের জন্য তাঁদের সংগ্রাম করে যেতে হবে।
advertisement
পুরুলিয়া খবর | Latest Purulia News
শর্মিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2023 6:05 PM IST