Purulia News: আবাস যোজনা থেকে বাদ পড়েছে যোগ্য ব্যক্তিদের নাম, পঞ্চায়েত প্রধানের কথায় চমক!

Last Updated:

Awas Yojana: লাগদা গ্রাম পঞ্চায়েত প্রধান শান্তিবালা মাহাতো বলেন, বেলকুঁড়ি গ্রামে ১৯৯ জনের নাম বাদ পড়েছে, এছাড়াও চাকরা গ্রামে বাদ পড়েছে ৭২ জনের নাম। নাম বাদ পড়ার ক্ষেত্রে তাঁদের কোনও ভূমিকা নেই বলে দাবি করেছেন তিনি।

বেলকুঁড়ি গ্রামে ১৯৯ জন ও চাকরা গ্রামে ৭২ জনের নাম বাদ পড়েছে
বেলকুঁড়ি গ্রামে ১৯৯ জন ও চাকরা গ্রামে ৭২ জনের নাম বাদ পড়েছে
#পুরুলিয়া: আবাস যোজনার বাড়িকে কেন্দ্র করে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। আবাস যোজনার তালিকায় নাম বাদ পড়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় পুরুলিয়ার বেলকুঁড়ি এলাকায়। ‌অভিযোগ উঠেছে, পুরুলিয়ার এক নম্বর ব্লকের লাগদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলকুঁড়ি ও চাকরা গ্রামে বহু মানুষের নাম আবাস যোজনার তালিকা থেকে বাদ পড়েছে।
সেই ক্ষোভে সোমবার লাগদা গ্রাম পঞ্চায়েত প্রধান শান্তিবালা মাহাতোকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। স্থানীয়দের দাবি, আবাস যোজনার আগের তালিকায় তাঁদের নাম নথিভুক্ত ছিল। কিন্তু নতুন তালিকায় তাঁদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। বাদ দেওয়ার কারণ হিসেবে দেখানো হয়েছে, দরিদ্রদের কাছে পাঁচ একর জায়গা ও দূর ফসলি জমি রয়েছে। পুরুলিয়া রুক্ষ মাটিতে দু'ফসলি জমি প্রায় নেই বললেই চলে। গরিব মানুষদের নাম বাদ দেওয়ার পিছনেও অযৌক্তিক কারণ দেখানো হয়েছে বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। পুনরায় সার্ভে করে অবিলম্বে নতুন তালিকা প্রকাশ করার দাবি তোলেন বিক্ষোভকারীরা।
advertisement
advertisement
এ বিষয়ে লাগদা গ্রাম পঞ্চায়েত প্রধান শান্তিবালা মাহাতো বলেন, বেলকুঁড়ি গ্রামে ১৯৯ জনের নাম বাদ পড়েছে, এছাড়াও চাকরা গ্রামে বাদ পড়েছে ৭২ জনের নাম। নাম বাদ পড়ার ক্ষেত্রে তাঁদের কোনও ভূমিকা নেই বলে দাবি করেছেন তিনি। অন্যায় ভাবে এই তালিকা প্রকাশ করা হয়েছে বলে স্বীকার করে নেন। পাশাপাশি তিনি বলেন, ''তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়ে যোগ্য জবাব দিতে হবে। সার্ভেতে কোন ভুল নেই। কিন্তু তারপরেও যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হয়েছেন। এর সঠিক বিচার হোক।'' ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাব চান শান্তিবালা মাহাতো।
advertisement
আবাস যোজনা তালিকার সংশোধন হয়ে কবে যোগ্য ব্যক্তিরা ঘর পাবেন সে দিকেই তাকিয়ে পুরুলিয়ার এক নম্বর ব্লকের বেলকুঁড়ি ও চাকরা গ্রামের দরিদ্র মানুষেরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: আবাস যোজনা থেকে বাদ পড়েছে যোগ্য ব্যক্তিদের নাম, পঞ্চায়েত প্রধানের কথায় চমক!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement