Panchayat Election 2023: এক প্রার্থীকে দিয়েই চমকে দিল তৃণমূল, শুধু সিদ্ধান্তের কারণেই প্রশংসা পাচ্ছে শাসক দল!

Last Updated:

Panchayat Election 2023: মনের ইচ্ছাশক্তির জোরে ভোট ময়দানে বিশেষ ভাবে সক্ষম যুবক। ট্রাই সাইকেলে তৃণমূলের হয়ে প্রচার করবেন তিনি।

+
বিশেষ

বিশেষ ভাবে সক্ষম তৃণমূল প্রার্থী

পুরুলিয়া: কথায় আছে মনের অদম্য ইচ্ছে থাকলেই যে কোনও অসম্ভবকে সম্ভব করা যায়। শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে ভোট ময়দানে নামলেন এক বিশেষ ভাবে সক্ষম যুবক। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন গ্রাম পঞ্চায়েত আসনে। পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের বড়রা অঞ্চলের সামবাথান বুথ থেকে এবার প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন সব্যসাচী বাউরি। ইতিমধ্যেই কাশীপুর ব্লক কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি।
নিজের জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী তিনি। প্রসঙ্গত, পুরুলিয়ার কাশীপুর এলাকার বাসিন্দা সব্যসাচী বাউরি।‌ জন্মের পর থেকে শারীরিক ভাবে প্রতিবন্ধক তিনি। পোলিও আক্রান্ত হয়ে তাঁর দুটো পা অকেজো হয়ে গিয়েছে। জীবনের প্রথম থেকেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার একমাত্র ভরসা তাঁর প্রতিবন্ধী ট্রাই সাইকেল।
advertisement
আরও পড়ুন: দীর্ঘ ছুটির পর খুলে গেল স্কুল, ছুটি হল না গরমের! ঘামতে-ঘামতে স্কুলে পড়ুয়ারা
আর এবার সেই বিশেষ ভাবে সক্ষম যুবকই নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে ভোট ময়দানে নেমেছেন। এ বিষয়ে সব্যসাচী বাউরি জানান, দীর্ঘ ১০ বছর ধরে তৃণমূল করে আসছেন। ভোটের জন্য সম্পূর্ণ প্রস্তুত তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত জনকল্যাণমূলক কর্মসূচিগুলিকে ট্রাই সাইকেলের মাধ্যমে প্রচার করবেন বলে জানান তিনি।
advertisement
আরও পড়ুন: মনোনয়নের শেষদিনে ফের উত্তপ্ত রানিনগর, কংগ্রেস-তৃণমূল ‘অশান্তি’র কারণ শুনলে মাথায় হাত পড়বে!
হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনকে পাখির চোখ করে আসর সাজাচ্ছে শাসক-বিরোধী শিবিরগুলি‌। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। আর এই ভোট ময়দানে নিজের জয় হাসিল করতে মাঠে নেমেছেন সব্যসাচী বাউরি।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Panchayat Election 2023: এক প্রার্থীকে দিয়েই চমকে দিল তৃণমূল, শুধু সিদ্ধান্তের কারণেই প্রশংসা পাচ্ছে শাসক দল!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement