Purulia News : মুখোশ গ্রামের মুখোশ মেলা, একেবারে অন্যরকম এই মেলার উদ্যোগে সামিল ইউনেস্কো!
- Published by:Ankita Tripathi
- hyperlocal
Last Updated:
তিন দিনব্যাপী মুখোশ মেলা চললো চড়িদায় , দেখুন কেমন ছিল সেই মেলা
পুরুলিয়া : পুরুলিয়া জেলার বাগমুন্ডির চড়িদা গ্রাম মানেই মুখোশ গ্রাম। পুরুলিয়ার ঐতিহ্যবাহী মুখোশ এই গ্রামেই তৈরি হয়ে থাকে। রাজ্য সরকারের এমএসএমই দফতর ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী ছৌ মুখোশ মেলার আয়োজন করা হয়েছিল চড়িদা গ্রামে। ছৌ শিল্পীরা নিজেদের তৈরি মুখোশ নিয়ে এই মেলায় অংশগ্রহণ করেন। বহু পর্যটকদের ভিড় দেখতে পাওয়া যায় এই মেলায়।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক ভূমি ও সংস্কার দপ্তর রাজেশ রাঠোর-সহ প্রশাসনিক আধিকারিকেরা। এ বিষয়ে ইউনেস্কোর কন্টাক্ট বেসিস ইমপ্লিমেন্ট পার্টনার সিদ্ধাঞ্জন রায়চৌধুরী বলেন , পশ্চিমবঙ্গের একটি অন্যতম পর্যটন কেন্দ্র পুরুলিয়া। পুরুলিয়া চড়িদা গ্রাম পর্যটকদের পছন্দের একটি জায়গা। এই চড়িদার গ্রামের প্রায় ৩৫০ উপর ছৌ মুখোশ শিল্পী বসবাস করে। ছৌ নৃত্যের যেমন শ্রী বৃদ্ধি হয়েছে তার সঙ্গে সঙ্গে শ্রী বৃদ্ধি হয়েছে ছৌ মুখোশের। তাই এই মুখোশকে কেন্দ্র করেই গোটা একটি মেলার আয়োজন করা হয়ে থাকে। অনেক পর্যটকদের ঢল নামে এই মেলায়। শিল্পীদের হাতের কাজের বিকাশ ঘটে এই মেলাতে কেন্দ্র করে।
advertisement
advertisement
বিগত দু-বছর করোনার কারণে এই মেলা বন্ধ ছিল। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের এই বছর থেকে ছৌ মুখোশ মেলা পুনরায় চালু হল । শিল্পীদের প্রতিভাকে জনসমক্ষে তুলে ধরার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়। এই মেলাকে ঘিরে ছৌ মুখোশ শিল্পীদের উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মত।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 13, 2023 11:15 AM IST